🤪 নোভাক জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে নীশেষ বাসবরেড্ডির বিরুদ্ধে একটি চমকপ্রদ ম্যাচে জয় লাভ করেন। তবে ১৯ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় প্রথম সেটটি জিতে সকলকে চমকে দিয়েছিলেন।
🐈দ্বিতীয় সেটেও একটা সময়ে এগিয়েছিলেন তিনি। তবে এরপরেই তিনি খোঁড়াতে শুরু করেন ও ম্যাচের রাশ নীশেষ বাসবরেড্ডির হাত থেকে বেরিয়ে যায়। এরপরে ম্যাচে দখল নেন জকোভিচ এবং শেষ হাসি হাসেন নোভাক।
প্রথম রাউন্ডের প্রথম সেটে পিছিয়ে যাওয়ার পরেই ঘুরে দাঁড়ান নোভাক জকোভিচ-
𒆙৩৭ বছর বয়সি এই সার্বিয়ান খেলোয়াড় দ্বিতীয় সেট থেকেই তাঁর খেলা অন্য স্তরে নিয়ে যান এবং ম্যাচটি ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-১, ৬-২ ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে পা রাখেন। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জকোভিচ অবশ্যই অন্যতম ফেভারিট ছিলেন। যদি এবার তিনি এই টুর্নামেন্ট জেতেন তবে এটি হবে তার ১১তম শিরোপা।
আরও পড়ুন… 🏅কেন মাত্র ১২ দিনেই কোচ যোগরাজের হাত ছেড়ে ছিলেন অর্জুন? সচিনের থেকে কী চেয়েছিলেন যুবরাজের বাবা
নোভাক জকোভিচের বড় ভক্ত নীশেষ বাসবরেড্ডি
𝐆২০২৪ সালে নোভাক জকোভিচের বছরটি খুব একটা ভালো ছিল না, কারণ তিনি কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। তবে প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ সোনার পদক জিতেছিলেন এবং এখন তার ওপর অস্ট্রেলিয়ান ওপেনে ভালো করার দায়িত্ব পড়েছে। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা দারুণ করে জকোভিচ তার ১৯ বছর বয়সি প্রতিপক্ষের প্রশংসা করেছেন। আসলে নীশেষ বাসবরেড্ডি সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের বড় ভক্ত।
নীশেষ বাসবরেড্ডিকে নিয়ে কী বললেন নোভাক জকোভিচ
💯নীশেষ বাসবরেড্ডিকে নিয়ে নোভাক জকোভিচ বলেন, ‘শেষ পর্যন্ত এটি একটি দুর্দান্ত ম্যাচ ছিল। তিনি এক সেট ও অর্ধেক সময়ের জন্য ভালো খেলেছেন। যখন মাঠ ছাড়ছিলেন, তখন তিনি প্রশংসা পাওয়ার পুরোপুরি অধিকারী।’ তিনি আরও বলেন, ‘এটা একটি ভালো পারফরম্যান্স ছিল। সত্যি বলতে, আমি ২-৩ দিন আগে পর্যন্ত তাঁকে কখনও খেলতে দেখিনি। তার সম্পর্কে তেমন কিছু জানতাম না।’
নীশেষ খুবই ভালো খেলোয়াড়, তার সব শটে আমি খুবই মুগ্ধ
ꦰনোভাক জকোভিচ আরও বলেন, ‘এই ধরনের ম্যাচ সবসময়ই ট্রিকি এবং বিপজ্জনক, কারণ আপনি এমন একজনের বিরুদ্ধে খেলছেন যার হারানোর কিছু নেই। সে খুবই পূর্ণাঙ্গ খেলোয়াড়, তার সব শটে আমি খুবই মুগ্ধ। তার ভবিষ্যত কেরিয়ারে জন্য তাঁকে শুভ কামনা।’
নীশেষ বাসবরেড্ডির সঙ্গে ভারতের যোগ-
🌳নীশেষ বাসবরেড্ডি ডিসেম্বর ২০২৪ সালে পেশাদার হয়ে ওঠেন এবং তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম অভিষেকে এ খুব ভালো পারফরম্যান্স প্রদর্শন করেন। তাঁর পিতামাতার অন্ধ্রপ্রদেশের নেলোর বাসিন্দা ছিলেন। নীশেষ বাসবরেড্ডির পরিবার ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। সেখানেই জন্ম হয়েছিল নীশেষ বাসবরেড্ডির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।