আইলিগ থ্রি-তে আগেই চ্যাম্পিয়ন হয়েছিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। এবার ভারতীয় ফুটবলের প্রথম সারীর লিগগুলোর মধ্যে অন্যতম আইলিগেও খেলার ছাড়পত্র পেয়ে গেল ডায়মন্ড෴ হারবার এফসি।𒉰 বলা ভালো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব নিজের দমেই এদিন যোগ্যতা অর্জন করে নিল আইলিগে খেলার। আগামী বছর থেকে আইলিগে দেখা যাবে ডায়মন্ড হারবার এফসিকে।
আইলিগে খেলবে DHFC
এদিন খুমান লম্পক স্টেডিয়ামে আইলিগ টু-এর নেরোকার কাছে স্পোর্টিং ক্লাব দ্য গোয়া হেরে যেতেই আইলিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে কিবু ভিকুনার বর্তমান🅠। আইলিগ টু-এর ম্যাচে আজকে খেলতে নেমেছিল ডায়মন্ড হারবারের ক্লাবটি। তবে তাঁদের ম্যাচের ফলের ওপর আর কিছুই নির্ভর করল না, কারণ তাঁরা আগেই যোগ্যতা অর্জন করে ফেলল। ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের সেকন্ড ইন কম্যান্ড তথা ক্লাবের প্রাণ পুরুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলকে বার্তা অভিষেক ব্যানার্জির
দল আইলিগে ওঠার খবর শোনার পরই ট্যুইট করে অভিনন্দন বার্তা দেন এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের এক মূহূর্ত। স্রেফ আমার কাছে নয়, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের প্রত্যেকটি সমর্থক, 𝔍সদস্যদের কাছে। ’ প্রসঙ্গত স্পোর্টস ক্লাব তিরুরের বিরুদ্ধে আজকের ম্যাচে ২-১ গোলে জেতে ডায়মন্ড হারবার এফসি। ꧑গোল করেন সুপ্রদীপ হাজরা এবং পিন্টু মাহাতা।
৩ বছরে স্বপ্নের উত্থান
তিনি আরও লেখেন, ‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের আইলিগের যোগ্যতা অর্জন করার পিছনে রয়েছে ফুটবলারদের কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলাপরায়নতা। এছাড়াও কোচের কমিটমেন্ট, স্পন্সরদের পাশে থাকা এবং সমর্থকদের ভালোবাসা আজকে আমাদের ক্লাবের সাফল্যের আসল কারণ। সিএফএলের পর্থম ডিভিশনে খেলা দিয়ে আমরা শুরু করি, এরপর প্রিমিয়র ডিভিশন খেলার পর আইলিগ থ্রি চ্যাম্পিয়ন হই। এরপর আইলিগ টুতে খেলে এবার আইলিগে আমরা ঢুকতে চলেছি। এত কিছু হয়েছে মাত্র ৩ বছরে, এটা অসাধারণ🗹 গোটা দেশের লক্ষ্য লক্ষ্য ফুটবলারকে আমাজের এই জয়ের গল্প, স্বপ্নপূরণের জল্প উদ্বুদ্ধ করবে’।
আইএসএলে খেলাই টার্গেট
এরপর আইএসএলের খেলার টার্গেটের কথাও ঘোষণা করে দেন তৃণমুলের সেকন্ড ইন কম্যান। তিনি জানান,✅ ‘আইলিগে আমার ঢোকার সঙ্গে সঙ্গেই আইএসএল থেকে আমরা আর মাত্র এক ধাপ দূরে রয়েছে। অসাধারণ এক যাত্রাপথ আমরা কাটিয়েছি তবে সেরাটা এখনও আমাদের আসা বাকি রয়েছে ’।
কিবুর অবদান অনেক
প্রসঙ্গত ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সাফল্যের পিছনে বড় অবদান রয়েছে কিবু ভিকুনার। তিনি কোচের দায়িত্ব নিয়েই দলকে এককাট্টা করে রেখেছিলেন। প্রায় প্রত্যেক প্রতিযোগিতাতেই আইলিগজয়ী এই কোচ নিজের সুচতুর মস্তিষ্ক কাজে লাগিয়ে ডায়মন্ড হারবার এফসিকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে গেছে🍰ন। কলকাতা লিগেও তাঁরা সেরার লড়াই লড♔়েছিল। ফলে তাঁদের এই সাফল্যে নিঃসন্দেহে কিবু স্যারের অবদান রয়েছে প্রচুর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।