Video: ফের পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, ১ দালাল সহ গ্রেফতার ৪
Updated: 17 Jan 2025, 09:00 PM IST Laxmishree Banerjee ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশ করেও পুলিশের চোখে ধুলো দেওয়া কঠিন হয়ে পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পক্ষে। এদিন আরও ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল নদীয়ার হাঁসখালি থানার পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হꦚাঁসখালি থানা এলাকা থেকেই দীর্ঘদিন ধরে গা🎃 ঢাকা দেওয়া অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এক দালালেরও খোঁজ মেলে। সেই ভারতীয় এক দালালও ধরা পড়েছে পুলিশের জালে বলে খবর মিলেছে। ওদিকে, শুক্রবার এই ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। যদিও এই তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী কীভাবে ভারতের প্রবেশ করল, সঙ্গে আরও বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল কিনা, তার তদন্তের স্বার্থে তিনজনকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে। এমনটাই জানা গিয়েছে।