♎ সোমবারই আনুষ্ঠানিকভাবে নিজেদের দলের অধিনায়ক হিসেবে ঋষভ পন্তের নাম ঘোষণা করে দিল লখনউ সুপার জায়ান্ট দল। তাঁদের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করলেন দলের অধিনায়কের নাম। কলকাতায় গোয়েঙ্কা হাউসে সকাল সকাল পন্ত আসতেই বোঝা গেছিল এর পিছনে কারণটা কি। দুপুর গড়াতে না গড়াতেই কাটল ধোঁয়াশা।
ঋষভ পন্তের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করলেন গোয়েঙ্কা
🦹ঋষভ পন্তকে নিজের দলের অধিনায়ক বেছে নিলেন এলএসজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এরপরই পন্ত অবশ্য জানালেন, তিনি চিন্তায় ছিলেন আইপিএলের আরেকটি দল তাঁকে কিনতে পারে ভেবে। লখনউ সুপার জায়ান্ট দল তাঁকে বিশাল ২৭ কোটি টাকায় আইপিএলের নিলামে নিয়ে সবথেকে ধনি ক্রিকেটার বানানোর সঙ্গে সঙ্গেই ধরে নেওয়া হয় পন্তকেই অধিনায়ক বেছে নেওয়া হবে।
💖আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
চেন্নাই-পঞ্জাব নিয়ে জল্পনা ছিল-
൲জল্পনা তৈরি হয়েছিল, পন্তকে চেন্নাই সুপার কিংস অথবা পঞ্জাব কিংস দল কিনতে পারে। কারণ ধোনির সঙ্গে পন্তের সম্পর্ক অত্যন্ত মধুর। অন্যদিকে পঞ্জাব কিংসে বর্তমানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসে পন্তের এক সময়ের কোচ তথা মেন্টর রিকি পন্টিং। তাই তিনিও পন্তকে পঞ্জাবে নিয়ে আসতে পারেন বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল।
ꦜআরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
শ্রেয়স পঞ্জাবে যেতে স্বস্তি পান পন্ত-
💯ঋষভ পন্ত জানান, তাঁর টেনশন ছিল পঞ্জাব দল যদি তাঁকে নেয় সেই নিয়ে, কারণ তাঁদের সব থেকে বেশি টাকা ছিল হাতে। পন্ত বলছেন, ‘আমার একটাই টেনশন ছিল পাঞ্জাব আমায় না নিয়ে নেয়(হেসে ফেলে পন্ত)। তাঁদের পার্স ভ্যালু সব থেকে বেশি ছিল। কিন্তু যখন শ্রেয়সকে পঞ্জাব নিল, তখন আমি বুঝতে পারলাম আমার লখনউতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু নিলামে তো কিছুই অনুমান করা যায় না, তাই অপেক্ষা করতে হচ্ছিল। ফিঙ্গার ক্রসডই রেখেছিলাম ’।
সব থেকে দামি পন্ত, কারণ জানালেন গোয়েঙ্কা-
🔯দিল্লি ক্যাপিটালস থেকে পন্ত রিলিজ হওয়ার পরই নিলামে তাঁকে নিয়ে আগ্রহী দেখায় এলএসজি। আরটিএমের শেষে দিল্লির হাত থেকে ২৭ কোটিতে পন্তকে তুলে নেয় লখনউ। এর কারণ হিসেবে সঞ্জীব গোয়েঙ্কা বলছেন, ‘আমাদের সব প্ল্যানিংই তৈরি হয়েছিল ঋষভ পন্তকে কেন্দ্র করে, তাই ওর কথা আমরা নিলামে সব সময়ই মাথায় রেখেছিলাম। আমার মনে হয় সময়ই প্রমাণ করবে, ও শুধু আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার নন, আইপিএলের শ্রেষ্ঠ ক্রিকেটারও ’।