꧃ হিন্দুশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্রে মকর সংক্রান্তির গুরুত্বই আলাদা। এদিকে, মকর সংক্রান্তি মানেই সূর্যের অবস্থান। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য আজ অর্থাৎ ১৪ জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করে গিয়েছে। আর মঙ্গল, কর্কট রাশিতে রয়েছেন। দুই গ্রহই একে অপরের সপ্তমভাবে স্থিত। যার জেরে তৈরি হচ্ছে সমসপ্তক যোগ। এই যোগ বহু রাশির জীবনে এনে দেবে অঢেল সৌভাগ্য। কারা কারা লাকি, দেখে নিন।
কন্যা
꧟আত্মবিশ্বাস বাড়বে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে। সব দিক থেকে অপার সাফল্য আসতে শুরু করবে। কেরিয়ারের দিক থেকে করা কোনও কাজ এবার ফল দেবে। পরিশ্রমের ফল পাবেন। পৈতৃক সম্পত্তি সম্পর্কিত কোনও দিক থেকে লাভ হবে। প্রেম জীবন ভালোর দিকে যাবে। পর্যাপ্ত মাত্রায় টাকা রোজগার করতে পারবেন।
বৃশ্চিক
♒মঙ্গল আর সূর্যের সমসপ্তক যোগের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিপুল লাভ পেতে আরম্ভ করবেন। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন সব দিক থেকে। ধার্মিক যেকোনও কাজে উদযোগী হয়ে অংশ নিলে, তা থেকে পাবেন লাভ। চাকরিতে আপনার দায়িত্ব বাড়বে। সব কাজে নিজের ১০০ শতাংশ দিতে পারবেন, যা সাফল্য এনে দেবে। ব্যবসাতেও খুব লাভ পাবেন। প্রেম জীবন ভালো কাটবে। কোথাও সফর করলে লাভ পাবেন।
ধনু
🐬জীবনে আসা নানান রকমের সমস্যা থেকে এবার মুক্তি পাবেন। কেরিয়ারের দিক থেকে অপ্রত্যাশিত লাভ পাবেন। চাকরির নতুন নতুন সুযোগ তৈরি হবে। ব্যবসার কথা ধরলে, পারিবারিক ব্যবসা থাকলে, তা থেকে মুনাফা আসবে। স্বাস্থ্য ভালো থাকবে। খরচা বাড়বে। আয়ে হু হু করে বৃদ্ধি হবে।
💧আজ ১৪ জানুয়ার, ২০২৫ সালের সকালে ৮ টা ৪১ মিনিটে মকর রাশিতে প্রবেশ করে গিয়েছেন সূর্য। এখানে তিনি ১ মাস থাকবেন। আর মঙ্গল এখন কর্কটে। এই অবস্থাতেই তৈরি হয়ে গিয়েছে সমসপ্তক যোগ।
🌠(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )