꧙ কখনও রাষ্ট্রপতির চেহারা নিয়ে মন্তব্য করে গোটা দেশের ধিক্কারের মুখে পড়েছেন। কখনও মহিলা রেঞ্জারকে হুমকি দিয়ে হারিয়েছেন মন্ত্রীপদ। কিন্তু তার পরও অখিল গিরি রয়েছেন অখিল গিরিতেই। এবার দলেরই অপর গোষ্ঠীর কর্মীদের বোম মারার হুমকি দিলেন তিনি। মঙ্গলবার কাঁথি থানার সামনে হুমকি দিতে দেখা যায় তাঁকে। তবে এব্যাপারে তৃণমূল নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ।
ꦚকাঁথি সমবায়ের বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে টানটান উত্তেজনা রয়েছে শহরের একাংশে। এই নির্বাচনকে কেন্দ্র করে সম্মুখ সমরে তৃণমূলেরই ২ গোষ্ঠী। একদিকে রয়েছেন অখিল গিরি, অন্য দিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের গোষ্ঠী।
⛄বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচনের জন্য সোমবার থেকে শুরু হয়েছে মনোনয়নের প্রক্রিয়া। আর তাকে কেন্দ্র করেই চরমে পৌঁছেছে উত্তেজনা। মনোনয়ন প্রক্রিয়া দেখতে মঙ্গলবার সকালে মোটর সাইকেলে চড়ে বের হন অখিল গিরি। কাঁথি থানার সামনে তখন দাঁড়িয়ে ছিলেন উত্তম বারিকের অনুগামীরা। অখিল গিরি সেখানে পৌঁছলে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন তাঁরা। তখন মোটরসাইকেল থেকে নেমে পড়েন অখিল বাবু। এর পর উত্তম গোষ্ঠীর কর্মীদের দিকে আঙুল উঁচিয়ে বলেন, ‘বোম চার্জ করব, বুঝবে মজা’।
ꩲঅখিলের এই মন্তব্যকে বিদ্রূপ করে হা হা করে হেসে ওঠেন উত্তম বারিকের অনুগামীরা। তখন মোটরসাইকেলে উঠে পড়েন অখিল। মোটরসাইকেল চলতে শুরু করলেই ফের অখিলকে ধাওয়া করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। তখন অখিল বলেন, ‘৫ মিনিটে বুঝিয়ে দেব।’
🔴প্রকাশ্যে বোমা ছোড়ার হুমকি দিলেও অখিল গিরির বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। তার বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।