কালিয়াচকে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল কালিয়াচক থানার পুলিশ এই খুনে ঘটনায় গ্রেফতার করে 'মূল অভিযুক্ত' হিসেবে চিহ্নিত জাকির শেখকে। উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি কালিয়াচকের নওদা যদুপুরের দাড়িয়াপুর মোমিনপাড়া এলাকায় হামলা চালানো হয়েছিল তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ-সহ কয়েকজনের ওপরে। সেই ঘটনায় নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল কর্মী হাসান শেখকে। এতে জখম হন বকুল এবং তাঁর ভাই তথা তৃণমূল নেতা এসারুদ্দিনও। তাঁরা দুজনেই এখনও চিকিৎসাধীন। এই আবহে তদন্তে নেমে এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছিল এর আগে। আর এবার পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত জাকির। তাঁকে ধরতে স্নিফার ডগ নামানো হয়, আকাশে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। তৃণমূল ব্লক সভাপতির ঘনিষ্ঠ বলেই পরিচিত এই জাকির। এই জাকির নিজেও তৃণমূল কর্মী। (আরও পড়ুন: RG Kar ꧃Doctor Rape-Murder Case Verdict LIVE: আজ রায়দান আরজি কর মামলায়, চিকিৎসক ধ🦄র্ষণ-খুনে কি ফাঁসি হবে সঞ্জয় রায়ের?)
জানা গিয়েছে, এই জাকিরকে ধরতে জালুয়াবাথান, মোজামপুর, যদুপুর, কাশিমনগর এলাকায় চিরুনি তল্লাশি চালায় পুলিশ। এই আবহে কাশিমনগরের বাড়ি থেকেই জাকিরকে গ্রেফতার করে পুলিশ। দাবি করা হয়েছে, ২০২৪ সালের অক্টোবরেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন জাকির। এদিকে এই খুনের ঘট꧟নায় আরও বেশ কয়েকজন জড়িত আছে। এই আবহে পুলিশ অভিযান জারি রেখেছে বলে জানিয়েছেন মালদা জেলার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। এই খুনের ঘটনায় এর আগে গ্রেফতার করা হয়েছিল আমির হামজা নামে এক জনকে। এই আমির জাকির ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছিল। এদিকে হামজাও তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত এলকায়। যদিও তৃণমূলের দাবি, হামজাꦓ বা জাকিরের সঙ্গে দলের কোনও যোগ নেই।
প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি মালদার কালিয়াচকের নওদা–যদুপুর গ্রাম পঞ্চায়েতের সালেপুর নয়াবস্তি এলাকায় আততায়ীদের হামলায় খুন হন তৃণমূল কংগ্রেস কর্মী হাসান শেখ ওরফে আতাউরকে। কালিয়াচক-১ ব্লকে নিকাশি এবং রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন তৃণমূল অঞ্চল সভাপতি বকুল এবং তাঁর অনুগামীরা। সেই সময়ই এই হামলা ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚহয়। হাসানের মাথায় সেই সময় ইট দিয়ে থেঁতলে খুন করা হয়। অভিযোগ ওঠে, সেখানে গুলিও চলেছিল। যদিও তদন্তে নেমে পুলিশ দাবি করেছিল, ঘটনাস্থলে কোনও গুলি চলেনি। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ প্রথমে ১০ জনকে আট করে। ঘটনার পর গোটা একদিন পার হয়ে যাওয়ার পরে গ্রেফতার হয় হামজা।
এর আগে সম্প্রতি মালদার ইংরেজবাজারে তৃণমূল নেতা দুলাল সরকার খুন হয়েছিলেন নৃশংসভাবে। সেই ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখনই ঘটে যায় কালিয়াচকের এই ঘটনা। দুলাল খুনের ১২ দিনের মাথায় হাসান খুন হন। এই আবহে মালদার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে শুরু হয় জোর চর্চা। এই আবে মালদায় গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজ✃ীব কুমার। আ🔥র তারপরই হাসান খুনে মূল অভিযুক্ত জাকিরকে গ্রেফতার করল পুলিশ।