গত বছর বড়দিনের আগে মুক্তি পেয়েছিল ‘খাদান’ ও ‘সন্তান’। আর এই দুই ছবি নিয়ে যে ইন্ড্রাস্টির মধ্যে একটা চাপানোতর শুরু হয়েছিল তা বলাই বাহুল্য। দুই ছবির নির্মাতাদের মধ্যে ক্রমাগত রেষারেষি চোখ এড়ানি দর্শকদেরও। ২২ ডিসেম্বর নাম না করে দেবকে আক্রমণ করে বসেন রাজ চক্রবর্তীর 'সন্তান' ছবির অন্যতম অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সেই সময় শুভশ্রীর প্রাক্তন দেবের পাশে দাঁড়ান বিরসা দাশগুপ্ত। 💜কিন্তু এবার সেই বিরসার ছবিরই নায়িকা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 🐼;
বড় পর্দায় বিরসার সর্বশেষ পরিচালিত ছবি🐷 ছিল ‘সুপারস্টার’ দেবকে নিয়েই। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’। কিন্তু তারপর থেকে বিরসাকে কাজ নিয়ে আর খুব একটা চর্চায় আসতে দেখা যায়নি। তারপর খবর, আসতে চলেছে তাঁর নতুন ছবি। ছবিটির নাম কী হবে তা অবশ্য এখনও ঠিক হয়নি। তবে কারা থাকছেন ছবিতে তা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। বিরসার পরবর্তী ছবিতে মুখ﷽্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। তিনি ছাড়াও এই ছবিতে থাকছেন কৌশিক সেন এবং উষসী রায়। ছবির চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত।
আরও পড়ুন: অডিশন দিতে যাওয়ার পথে মৃত্যু, ২২ বছরের সিরিয়া♊ল অভিনেতার শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট আনবে চোখে জল
প্রসঙ্গত, ‘খাদান’ ও ‘সন্তান’ মুক্তির সময় ঋত্বিক চক্রবর্তী দেব অনুরাগীদের কটাক্ষ করে ঋত🌳্বিক ফেসবুকের পাতায় লিখেছিলেন, 'চা দোকানের লোকটাকে এখুনি বলতে শুনলাম সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিস্যু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত!' এই পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়ে তখন বিরসা লিখেছিলেন, '‘আমি বুঝি না🍷, কেন কিছু মানুষ সবসময় দেবের সাফল্যে এত ঈর্ষান্বিত হন? কেন? আরে ভাই, ওকে ওর প্রাপ্যটা দাও! বাংলা মূলধারার সিনেমা ওরজন্যই ফিরে এসেছে, ধন্যবাদটা দিন।’ বিরসা দাশগুপ্তকে পাশে পেয়ে তাঁকে ধন্যবাদ জানাতে ভোলেননি সুপারস্টার দেব। কিন্তু এবার সেই সব ভুলে রাজ-ঘরণী কিনা তাঁর ছবির নায়িকা।
উল্লেখ্য, ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’-এর পর বিরসার ছবি মুক্তি না পেলেও ২০২৪ মুক্তি পায় তাঁর পরিচালিত দ্বিতীয় হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য ম্যাজিক অফ শিরি’। সিরিজটি জিও মুভিজে মুক্তি পায়। দিব্যাঙ্ক ত্রিপাঠি, জাভেদ জাফরি, নমিত দাসকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়ে🔜ছিল এই সিরিজে।
অন্যদিকে, কাজের সূত্রে শুভশ্রীকে শেষ দেখা গিয়েছিল ‘সন্তান’ ছবিতে। এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন রাজ চক্রবর্তী। ছবিতে আইনজীবীর ভূমিকায় নজর কেড়েছিলেন শুভশ্রী। ✨তিনি ছাড়াও এই ছবিতে ছিলেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুসূয়া মজুমদার। তাছাড়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত এই ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ করেছেন। এই ছবিটির আগেও রাজের পরিচালনায় ‘বাবলি’তে দেখা গিয়েছিল শুভশ্রীকে। নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি গত বছর স্বাধীনতা দিবসের সময় মুক্তি পেয়েছিল ছবিটি। ‘বাবলি’তে শুভশ্রী বিপরীতে দেখা গিয়েছিল আবির চট্টোপাধ্যায়কে। অনেক দিন পর আবার রাজ ছাড়া অন্য পরিচালকের পরিচলনায় কাজ করতে দেখা যাবে নায়িকাকে।