রাজ্য পুলিশে আর আস্থা নেই, স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিতে থানার💙 সামনে বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদে ওয়াকফ আইন বিরোধী হিংসায় আক্রান্তরা। শনিবার রাতে সামসেরগঞ্জের আক্রান্তরা যখন বিক্ষোভ দেখাচ্ছেন তখন ভিতরে জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বিক্ষোভকারীদের দাবি, হামলার সময় পুলিশের দেখা পাইনি। ঘটনার ৪ ঘণ্টা পরে এলাকায় পৌঁছেছে পুলিশ।
শুক্রবার রাতে সামসেরগঞ্জের জাফরপুরে পেশꦿায় মৃৎশিল্পী বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করে দাঙ্গাকারীরা। বাড়ি ভাঙচুর ও লুঠপাট করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, সেই ঘটনার ৪ ঘণ্টা পরে এলাকায় পৌঁছয় পুলিশ। এর পরই বিক্ষোভ💝ে ফেটে পড়েন স্থানীয়রা। দেহ উদ্ধারে বাধা দেন তাঁরা।
রাতে সামসেরগঞ্জ থানায় বিএসএফ ক্যাম্পের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন আক্রান্তরা। তাঁদের দাবি, তা🍃ঁদের আর রাজ্য প🎉ুলিশে ভরসা নেই। প্রাণ ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরি করতে হবে এলাকায়। সেজন্য জমি দিতে হবে রাজ্য সরকারকে। এই দাবিতে সামসেরগঞ্জ থানার সামনে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ওদিতে তখন থানার ভিতরে বৈঠক করছেন ডিজি রাজীব কুমার।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমাদের আর পুলিশের ওপর ভরসা নেই। পুলিশের কোনও কিছু করার ক্ষমতা নেই। চার ঘণ্টা পরেও পুলিশ আস💛েনি। সেদিন বিএসএফ এসে না পৌঁছলে আমাদের সবাইক༺ে মেরে ফেলত। আমরা এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। সরকারকে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরির জন্য জমি দিতে হবে।’
আরেক বিক্ষোভকার𝓀ী বলেন, ‘দাঙ্গাকারীদের দেখে পুলিশ পালিয়ে গিয়েছে। বিএসএফ আমাদের বাঁচিয়েছে। আমরা পুলিশ চাই না। বিএসএফ চাই।’