ষাটোর্ধ্ব দিলীপ ঘোষের আজ বিয়ে ৫১ বছর বয়সি রিঙ্কু মজুমদারের সঙ্গে। এই নিয়ে বঙ্গ রাজনৈতিক মহলে তুমুল হইচই। এরই সঙ্গে শুরু হয়েছে জল্পনা। কোথায়, কবে, কীভাবে সাক্ষাৎ দু'জনের? কীভাবে বিয়ের জন্যে রাজি হলেন দিলীপ ঘোষ? এই নিয়ে সংবাদ প্রতিদিনের রিপোর্টে দাবি করা হল, রিঙ্কুর সঙ্গে দিলীপ ঘোষের আলাপ ইকো পার্কে। শহরে থাকলে এই ইকো পার্কেই রোজ নিয়ম করে শরীর চর্চা করতে যান দিলীপ ঘোষ। আর তারপর রাজ্য রাজনীতি থেকে দেশের বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন দিলীপ। তারই মাঝে একদিন রিঙ্কুর সঙ্গে আলাপ হয়েছিল দিলীপের। এদিকে দাবি করা হয়েছে, দিলীপই নাকি রিঙ্কুকে বিজেপির মহিলা মোর্চায় নিয়ে এসেছিলেন। (আরও পড়ুন: ꦯসীমান্ত এলাকায় যেখানে হিন্দু কম, সেখানে তাঁদের অস্ত্র রাখতে দেওয়া হোক: শুভেন্দু)
আরও পড়ুন: 💜এপারের সংখ্যালঘুদের নিয়ে ঢাকার 'উদ্বেগের' আবহে ওয়াকফ নিয়ে কী বলল ভারত?
রিপোর্টে দাবি করা হয়েছে, রিঙ্কু মজুমদারই দিলীপ ঘোষকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রথমে নাকি বিয়েতে রাজি ছিলেন না দিলীপ। পরে দিলীপ ঘোষের মায়ের সঙ্গে কথা বলে তাঁকে দিয়ে বিয়ের জন্যে দিলীপকে রাজি করিয়েছিলেন রিঙ্কু। সম্প্রতি ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচের সময় দিলীপ ঘোষ আর রিঙ্কুর বিয়ের পাকা কথা হয় বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে। সেই ম্যাচে নাকি ক্লাব হাউসের ১১ নম্বর বক্সে দিলীপের সঙ্গে ছিলেন রিঙ্কুর ছেলেও। আইটি সংস্থায় কর্মরত সেই ছেলের সঙ্গে নাকি দিলীপেরও সম্পর্ক ভালো। (আরও পড়ুন: 🐈কর্মফল ভোগ করছে বাংলাদেশ? পড়শি দেশকে দেওয়া 'শাস্তি' নিয়ে অকপট ভারত)
ꦉজানা গিয়েছে, আজ নিউটাউনে নিজের ফ্ল্যাটে আইনি বিয়ে সারবেন দিলীপ ঘোষ। ঘরোয়া অনুষ্ঠানে নিমন্ত্রিত শুধুমাত্র দিলীপ এবং রিঙ্কুর পরিবারের লোকজন। এদিকে দিলীপের বিয়ের আবহে বিজেপির অন্দরে নাকি আবার 'অস্বস্তি'। বিধানসভা ভোটের আগে রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে জোর জল্পনা জারি আছে। সেই জল্পনায় বারবার উঁকি দিয়েছে দিলীপ ঘোষের নাম। এই আবহে দিলীপ বিয়ে করায় এর প্রভাব গেরুয়া শিবিরের ওপর কেমন পড়বে, তা নিয়ে সন্দিহান দলের অনেকেই। এমনকী আরএসএসের অনেকেই নাকি দিলীপকে বিয়ে করতে বারণ করেছিলেন। তবে মা পুষ্পলতাদেবীর বোঝানোই নাকি কাজ হয়েছে। বিয়েতে রাজি দিলীপ ঘোষ।