দরিদ্রদের চিকিৎসার সুবিধার্থে কেন্দ্র সরকারের অন্যতম একটি উদ্যোগ হল আয়ুষ্মান ভারত ꩲযোজনা। বিনা পয়সায় দেশের মানুষের চিকিৎসার জন্য কেন্দ্র সরকার এই প্রকল্প নিয়ে এসেছে। তবে সহযোগিতার অভাবে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে এই প্রকল্প চালু করতে পারিনি কেন্দ্র। লোকসভার নির্বাচনের প্রচারে রাজ্য বিজেপি জানিয়েছিল, রাজ্যের সহযোগিতা ছাড়াই বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। আর এবার আয়ুষ্মান ভারত চালু করা নিয়ে কার্যত হুঁশিয়ারি দিল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। আয়ুষ্মান ভারত কার্ড আইডি (আভা আইডি) ছাড়া চিকিৎসা করানো হলে কোনওভাবে তা গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মেডিক্যাল কমিশন। তাতেই অস্বস্তিতে পড়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: ⛦আয়ুষ্মান ভারতের অধীনে অন্তর্ভুক্ত ২৯,০০০ হাসপাতাল, বাংলার কটা?
রবিবার মেডিক্যাল কমিশনের প্রতিনিধিরা বাংলায় আসেন। কল্যাণী এইমস♉ হাসপাতালে রাজ্যের মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন কমিশনের প্রতিনিধিরা। বিভিন্ন বিষয়ে আলোচনার পর কমিশনের ইউজিএমবি (আন্ডার গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড) সভাপতি ডা. অরুণা ভানিকার এনিয়ে সতর্ক করেন। আধিকারিকদের বক্তব্য, বছরে হাসপাতালগুলি যত রোগীই দেখুক না কেন আয়ুষ্মান ভারত আইডি কার্ড না থাকলে তা গ্রাহ্য হবে না। আর তা নাহলে পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলি। কারণ প্রতিবছর ন্যাশনাল মেডিক্যাল কমিশন হাসপাতালের মূল্যায়ন করে। শেষে বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখে হাসপাতালকে নম্বর দেওয়া হয়। কিন্তু, তাতে নম্বর না পেলে কেন্দ্রীয় অনুদান পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে হাসপাতালগুলির। এছাড়াও মেডিক্যাল কলেজগুলিতে এমবিবিএস আসন নিয়েও সমস্যা হতে পারে।
🔴এদিনের বৈঠকে রাজ্যের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের উপস্থিত থাকার জন্য কমিশন আগেই জানিয়ে দিয়েছিল। এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষরাও অংশ নিয়েছিলেন। যদিও এবিষয়ে পুরো রিপোর্ট পাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ভবন। এবার এনিয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ করে সেটাই হল দেখার। তবে কমিশনের এমন হুঁশিয়ারিতে যথেষ্টই চাপে পড়েছে রাজ্য সরকার।