কলকাতার দক্ষিণ শহরতলির বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল হেলে পড়ার ঘটনায় অবশেষে প্রোমোটারকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বকখালির আপনজন রিসর্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার বাড়িটি হেলে পড়ার পর থেকেই প্রোমোটারের খোঁজ শুরু করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক গুরুতর ধারায় অভিযোগ দায়ের করেছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে শুভ অ্যাপার্টমেন্ট নামে ওই চার তলা বহুতলটি হেলে পড়ার খবর ছেলের কাছ থেকে পেয়েছিলেন সুভাষ রায়। এর পর বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে গা ঢাকা দেন তিনি। ওদিকে ঘটনার পর থেকেই তাঁর খোঁজে নামে কলকাতা পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় অভিযোগ দায়ের করে কলকাতা পুলিশ। স্থানীয়দের দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি হয়েছে ওই বহুতল। ওই এলাকায় চার তলা বাড়ি তৈরির অনুমতি না থাকলেও তিনি সবার আপত্তি অগ্রাহ্য করে চার তলা বাড়ি বানিয়েছেন। তাঁর মাথায় স্থানীয় কাউন্সিলর মিনতি বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল বলে বলেও দাবি স্থানীয়দের। মঙ্গলবার দুপুরে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির শুভ অ্যাপার্টমেন্ট নামে ওই বহুতল হুড়মুড়িয়ে বাঁ দিকে হেলে পড়ে। জানা গিয়েছে বাড়িটি বহুদিন ধরেই অল্প হেলা ছিল। সেটাকে ঠিক করে হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল। তখনই একদিকে হেলে যায় সেটি। এই ঘটনায় নাগাড়া কন্সট্রাক্সন নামে ওই সংস্থার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। ওদিকে বুধবারের পর বৃহস্পতিবারও হেলে পড়া ভবনটি ভাঙার কাজ করছেন কলকাতা পুরসভার কর্মীরা।