বাংলা নিউজ > হাতে গরম > Viral News: গাড়ি দাঁড় করিয়ে রিলে ব্যস্ত ২ তরুণী! স্ত্রীর কাণ্ডে শাস্তি পেলেন পুলিশ স্বামী
Viral Video: ꦏরাস্তার মাঝে দাঁড়িয়ে দিব্যি রিল বানিয়ে যাচ্ছেন নাচতে নাচতে। আর পিছনে সেই রিল বানানোর ঠেলায় দাঁড়িয়ে গিয়েছে সমস্ত যানবাহন। ঘটনা চক্রে যিনি রিল বানাচ্ছেন, তিনি আবার এক পুলিশকর্মীর স্ত্রী। স্ত্রীর অদ্ভুত কাণ্ডের জন্যই এবার সাসপেন্ড করা হল পুলিশটিকে। চণ্ডীগড়ের এই ঘটনা রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।
আরও পড়ুন - 🅺Studio Ghibli Art: জিবলি ট্রেন্ড প্রথম ভাইরাল করেন এই ব্যক্তি! পেশায় ইঞ্জিনিয়ার, নেশায়…
﷽প্রসঙ্গত অজয় কুণ্ডু নামের ওই পুলিশ আদতে ট্রাফিক কনস্টেবল। তাঁর স্ত্রী জ্যোতি কুণ্ডু ও তাঁর বোনই রিল বানাচ্ছিলেন গাড়ি দাঁড় করিয়ে। নেটপাড়ায় রিলটি ভাইরাল হতেই নেটিজেনরা ক্ষোভ উগড়ে দিতে থাকেন। পরে পুলিশ জানতে পারে সেক্টর ১৯ থানায় কর্মরত ওই ট্রাফিক কনস্টেবলের স্ত্রী জ্যোতি। এর পরেই অজয়কে সাসপেন্ড করা হয়।
হাতে গরম খবর