Viral News: ꦍকোনওভাবে তাঁকে দেখে একটু হেসে ফেলেছিলেন মলে কর্মরত শপিং অ্যাসিস্ট্যান্ট তরুণীটি। সেই হাসিই মেজাজ চড়াল সপ্তমে। সোজা ওই মহিলার দিকে কফি ছুঁড়ে মারলেন ক্রেতা তরুণীটি। সম্প্রতি হায়দরাবাদ মলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানেই এক ক্রেতাকে এমন কাণ্ডকারখানা করতে দেখা গিয়েছে। পাশাপাশি তিনি নিজেই ভিডিয়ো রেকর্ড করেছেন গোটা ঘটনার। রেকর্ড করার পর তা ইনস্টাগ্রামে পোস্টও করেন।
💦হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, ইনস্টাগ্রামে ভাইরাল ওই ভিডিয়োতে তিনি অশালীন শব্দও প্রয়োগ করেন মলের মহিলা কর্মচারীর বিরুদ্ধে। পাশাপাশি মলটি থেকে জিনিস কিনতে সবাইকে মানা করেন। অথচ তিনি নিজেই সেখান থেকে জিনিস কিনেছেন, এমনটাও জানান।
আরও পড়ুন - ▨Viral Video: দাদুর দেহভস্ম মুখে পুরে দিল নাতি! একরত্তির খাওয়া দেখে হেসে কুপোকাত নেটপাড়া

🐻নেটপাড়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই তুমুল ট্রোলের শিকার হতে হয়েছে তরুণীকে। অনেকেই বলেন, পকেটে টাকা থাকলে ও দামি পোশাক পরলেই একজন ভদ্র হয়ে যায় না। শিক্ষা থাকাও জরুরি। আবার অনেকের কথায়, এগুলি শুধুই লোক দেখানো হুজুগ। নিজের প্রোফাইলের রিচ বাড়়ানোর চেষ্টা। ভিডিয়োটি এর পরেই রিমুভ করে দেওয়া হয়।