🅘 প্রায় ৪,৩০০ অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দক্ষিণ-মধ্য রেলওয়ে। ১৬টি ট্রেডে মোট ৪,২৩২ শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী ২৭ জানুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে পুরো দেশের প্রার্থীরা সেই অ্যাপ্রেন্টিস নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র দক্ষিণ-মধ্য রেলওয়ের অধীনে যে যে এলাকা পড়ছে, সেখানকার প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে (কোন কোন এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবেন, তা নীচের তালিকায় দেখে নিন)।
কোন ক্ষেত্রে কতজনকে নিয়োগ করা হবে?
১) এসি মেকানিক: ১৪৩
২) এয়ার কন্ডিশনিং: ৩২
৩) কারপেন্টার: ৪২
৪) ডিজেল মেকানিক: ১৪২
৫) ইলেকট্রনিক মেকানিক: ৮৫
৬) ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিকস: ১০
৭) ইলেকট্রিশিয়ান: ১,০৫৩
৮) ইলেট্রিকাল: ১০
৯) পাওয়ার মেনটেনেন্স: ৩৪
১০) ট্রেন লাইটিং: ৩৪
১১) ফিটার: ১,৭৪২
১২) মোটর মেকানিক ভেহিকেল: ৮
১৩) মেশিনিস্ট: ১০০
১৪) মেকানিক মেশিন টুল মেনটেনেন্স: ১০
১৫) পেইন্টার: ৭৪
১৬) ওয়েল্ডার: ৭১৩
কোন কোন জায়গার প্রার্থীরা আবেদন করতে পারবেন?
১) তেলাঙ্গানা: সব জেলার প্রার্থীরা।
♏২) অন্ধ্রপ্রদেশ: বিশাখাপত্তনম, মান্যম, বিজয়নগরম এবং শ্রীকাকুলাম ছাড়া সব জেলার প্রার্থীরা।
ꦇ৩) মহারাষ্ট্র: চন্দ্রপুর, লাতুর, বিড, ঔরঙ্গাবাদ, ওয়াশিম, জালনা, আকোলা, পারভানি, হিঙ্গোলি, নান্দেদ, নাসিক, অমরাবতী এবং যবতমালের প্রার্থীরা।
🗹৪) কর্ণাটক: কালাবুর্গি, বেলগাম, গুলবার্গা, বিদার, বালকি, রায়চুর, ইয়াদগির এবং বেল্লারির প্রার্থীরা।
৫) তামিলনাড়ু: ভেল্লোরের প্রার্থীরা।
🌺৬) মধ্যপ্রদেশ: বুরহানপুর এবং খান্দাওয়ার প্রার্থীরা।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা
ꦆপ্রার্থীদের স্বীকৃত কোনও বোর্ড থেকে দশম শ্রেণি (মাধ্যমিক) বা সমতুল্য পরীক্ষায় (১০+২ পরীক্ষা ব্যবস্থা) উত্তীর্ণ হতে হবে। পেতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। সেইসঙ্গে NCVT/SCVT-এর জারি করা National Trade Certificate থাকতে হবে বলে দক্ষিণ-মধ্য রেলওয়ের তরফে জানানো হয়েছে। তবে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হওয়া এবং ডিপ্লোমাধারীরা ওই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন না।
আবেদনকারীদের বয়সসীমা
♒প্রার্থীদের ন্যূনতম বয়স ১৫ হতে হবে। সেইসঙ্গে ২৪ বছর পূর্ণ হয়ে গেলে আবেদন করা যাবে না। ২০২৪ সালের ২৮ ডিসেম্বরের নিরিখে বয়স বিচার করা হবে। তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্ত প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছরের ছাড় পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমায় ১০ বছর ছাড় দেওয়া হচ্ছে।
নিয়োগের পরে স্টাইপেন্ড
🔜দক্ষিণ-মধ্য রেলওয়ের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিস কাউন্সিলের নির্ধারিত সিলেবাস অনুযায়ী ট্রেনিং হবে। আর যে প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে, তাঁরা নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে স্টাইপেন্ড পাবেন।