আচমকাই গাব্বায় তৃতীয় টেস্টের শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিনꦏ। তিনি ভারতের হয়ে ১০৬টি টেস্ট ম্যাচে ৫৩৭টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন, সামগ্রিক পরিসংখ্যানে গ্রেট অনিল কুম্বলের (৬১৯ উইকেট) পরেই রয়েছে তাঁর নাম। তবে তাঁর এই সিদ্ধান্তে খুশি নন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব। তিনি জানিয়েছেন, অশ্বিনের সিদ্ধান্ত দেখে হতাশ হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কপিল দেব স্বীকার করে নিয়েছেন সেই কথা। তবে শুধু কপিল দেব নয়, অশ্বিনের সিদ্ধান্তে অখুশি ছিলেন ভারতীয় ক্রিকেটের আরও এক কিংবদন্তি সুনীল গাভাসকরও।
কপিল দেব ๊গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি অশ্বিনের সিরিজের মাঝপথে অবসর গ্রহণের বিষয়টা নিয়ে খুশি নয়। প্রাক্তন ভারত অধিনায়কের মতে তাঁর সিডনি টেস্ট পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল, তবে অশ্বিন ভারতীয় ক্রিকেটের জন্য যেই অবদান রেখেছে তার প্রশংসা করেছেন। কপিল দেব বলেন, ‘অশ্বিন খুবই দৃঢ় মানসিকতার ব্যক্তি। আমি ওকে ক্রিকেট মাঠে দেখতে চাইছিলাম। সে যখন সিরিজের মাঝপথে অবসরের কথা ঘোষণা করেছিল তখন আমার একটু রাগ হয়েছিল। ও ভারতের অন্যতম সেরা ক্রিকেটার। আমার মনে হয় ওর অপেক্ষা করা উচিত ছিল এবং একটু অন্যভাবে শেষ করতে পারত। তবে সে দেশের জন্য যেই অবদান রেখেছে তা অবিশ্বাস্য।’
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও IPL এবং ক্লাব ক্রিকেট খেলবেন তিনি। ২০২৫ সালে তাঁকে চেন্নাই সুপার কিংসের🍸 হয়ে খেলতে দেখা যাবে। ভারতের হয়ে মোট ১০৬টি টেস্ট খেলেছেন অশ্বিন। ২০০ ইনিংসে বল করে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার। টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ৮ বার। সেরা বোলিং পারফরম্যান্স ৫৯ রানে ৭ উইকেট। টেস্টে ব্যাট হাতে ১৫১টি ইনিংসে ৩৫০৩ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ১৪টি। ইনিংসে সর্বোচ্চ রান ১২৪। অশ্বিন ১১৬টি ওয়ান ডে ম্যাচে ১১৪ ইনিংসে বল করে ১৫৬টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ১ বার। তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ২৫ রানে ৪ উইকেট। ওডিআই ক্রিকেটে ৬৩টি ইনিংসে ব্যাট করে ৭০৭ রান সংগ্রহ করেন তিনি। ভারতের হয়ে ৩ ফরম্যাট মিলিয়ে ২৮৭ ম্যাচে মোট ৭৬৫টি উইকেট নিয়েছেন অশ্বিন।