𝓀 বছরদুয়েক আগে একটা সুযোগ চেয়েছিলেন ক্রিকেটের কাছে। কর্ণাটকের প্রথম একাদশে সুযোগ না পেয়ে একেবারে হত্যেদম হয়ে পড়ছিলেন। মাঠে নেমে নিজেকে প্রমাণের জন্য বিদর্ভে চলে আসার সিদ্ধান্ত নেন। আর তারপরই পালটে গিয়েছে সবকিছু। বিদর্ভে সুযোগ পেয়ে নিজেকে পুরো উজাড় করে দিচ্ছেন। বিশেষত এবারের বিজয় হাজারে ট্রফিতে একেবারে স্বপ্নের ফর্মে আছেন। ছ'টি ইনিংসে আউট হয়েছেন মাত্র একবার। করে ফেলেছেন ৬৬৪ রান। হাঁকিয়েছেন পাঁচটি শতরান। আর সেভাবেই রান করে যেতে চাইছেন করুণ নায়ার। একটি মহলের তরফে তাঁকে ভারতীয় দলে নেওয়ার যে দাবি উঠেছে, সেটা নিয়ে এখন মাথা ঘামাতে চাইছেন না বিদর্ভের অধিনায়ক। জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনও দেখলেও বাস্তবের মাটিতে পা রেখে করুণ স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁর হাতে শুধু একটাই জিনিস আছে, যেটা নিয়ন্ত্রণ করতে পারেন, সেটা রান করে যাওয়া। বাকিটা তাঁর হাতে নেই।
ভারতীয় দলে ফেরার স্বপ্ন এখনও দেখছেন, বললেন করুণ
﷽‘হিন্দুস্তান টাইমস’-র সাক্ষাৎকারে করুণ বলেছেন, ‘প্রত্যেকেই ভারতীয় ক্রিকেট দলের অংশ হতে চায়। কারণ সেটা একটা দুর্দান্ত জায়গা। প্রত্যেকেই নিজের দেশের হয়ে খেলতে চায়। আমিও সেটা চাই। আমি সবসময় ফের আমার দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে এসেছি। আর বিশ্বাস করে এসেছি যে সেই কাজটা করতে পারব।'
⛎ভারতের দ্বিতীয় ত্রিশতরানকারী ব্যাটার (টেস্টে দু'জন ভারতীয় সেই নজির গড়েছেন, একজন বীরেন্দ্র সেহওয়াগ, দ্বিতীয় জন হলেন করুণ) আরও বলেন, 'সেই স্বপ্নপূরণের জন্য প্রতিটি ম্যাচে যা করতে হয়, আমি সেটাই করব। কিন্তু হ্যাঁ, শুধু রান করার বিষয়টা আমার হাতে আছে। বাকি কোনও বিষয় আমার হাতে নেই। তাই আমি যে যে ম্যাচে খেলব, তার প্রতিটায় রান করার উপরে জোর দিচ্ছি।’
বিজয় হাজারে ট্রফিতে স্বপ্নের ফর্মে করুণ
꧒আর বিজয় হাজারে ট্রফিতে ঠিক সেই কাজটাই করে যাচ্ছেন করুণ। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে অপরাজিত ১১২ রান, ছত্তিশগড়ের বিরুদ্ধে অপরাজিত ৪৪ রান, চণ্ডীগড়ের বিরুদ্ধে অপরাজিত ১৬৩ রান, তামিলনাড়ুর বিরুদ্ধে অপরাজিত ১১১ রান, উত্তরপ্রদেশের বিরুদ্ধে ১১২ রান, কোয়ার্টার ফাইনালে রাজস্থানের বিরুদ্ধে অপরাজিত ১২২ রান করেছেন। সেই ধারাটা আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে মহারাষ্ট্রের বিরুদ্ধেও ধরে রাখতে চান বিদর্ভের অধিনায়ক।
এরকমভাবেই খেলছি কিছুদিন ধরেই, দাবি করুণের
🐎সেই স্বপ্নের ফর্ম নিয়ে করুণ বলেছেন, ‘কখনও কোনও একটি টুর্নামেন্টেই আমি পাঁচটি শতরান করিনি। তাই ফলাফলের দিক থেকে যদি বলেন, তাহলে বলতে পারেন যে আমি নিজের সেরা ব্যাটিং করছি। কিন্তু আমি যে প্রক্রিয়াটা অনুসরণ করছি এবং যেভাবে ব্যাটিং করছি, সেটা বেশ কিছুটা সময় ধরেই করে আসছি। দলের হয়ে যে অবদান রাখতে পারছি এবং দলের জন্য জয় ছিনিয়ে আনতে পারছি, সেটার জন্যই আমি খুশি।’
ꦫসেইসঙ্গে বিদর্ভের অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, (এবার বিজয় হাজারে ট্রফিটা) দারুণ কেটেছে আমাদের। এখন শেষের দিকে চলে এসেছে টুর্নামেন্টটা। তাই আমাদের প্রতিটি ম্যাচে নিখুঁত খেলতে হবে। আর প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা আগামী ম্যাচের উপরে ফোকাস করছি। সেই ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব আমরা। তারপর দেখা যাক যে কী হয়।’