আজ IPL 2025 -র ম্যাচে চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে দুই হেভিওয়েট দলেরই অবস্থা খুব খারাপ। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন্স চেন্নাই এবারের আইপিএলে ইতিমধ্যেই পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে। অন্য়দিকে কলকাতা নাইট রাইডার্সও পাঁচ ম্যাচে তিনটিতে হেরে ধুঁকছে। এই পরিস্থিতিতে দু🍒ই দলই আজকে মরিয়া জিতে অক্সিজেন পেতে।
এই ম্যাচ থেকে ফের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএলে ২০২৩ সালে শেষবার অধিনায়কত্ব করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন মাহি। এরপরই অনেকে ভেবেছিলেন , তিনি হয়ত অবসর নেবেন। কিন্তু এরপরেও দুবছর খেলা চালিয়ে যান তিনি, আর কিছুটা অপ্রত্যাশিতভাবেই পরের দুই বছরই সিএসকের পারফরমেন্স ভালো হয়নি।
হাতে চোটের কারণে এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন সিএসকের পার্মানেন্ট অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তাঁকে অনেক আশা করে অধিনায়ক করা হলেও তিনি রানের মধ্যে নেই। শুধু তাই নয়, গোটা টপ অর্ডারই ফেলিওর। এই অবস্থায় অধিনায়কের ব্যাটন মাহির হাতে ওঠায় ෴সিএসকে ভক্তরা আশায় রয়েছে এবার হয়ত তাঁদের দল ঘুরে দাঁড়াবে।
ব্র্যাভোকে বিশ্বাসঘাতক বললেন মাহি
এরই মধ্যে বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংস অপশনার প্র্যাকটিস সারছিল, তখনই তাঁদের অনুশীলনে গিয়ে হাজির হন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ডিজে ব্র্যাভো। যার ঝুলিতে আইপিএল ট্রফি থেকে রয়েছে টি২০ বিশ্বকাপের শিরোপাও। অথচ তাঁকে দেখেই🐻 মহেন্দ্র সিং ধোনি বলে উঠলেন বিশ্বাসঘাতক!
দীর্ঘদিন ধোনির সঙ্গে সিএসকেতে ব্র্যাভো
আসলে দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসে খেলেছেন ব্র্যাভো। তিনি ধোনির অধিনায়কত্বে বহু ꦡম্যাচে দলকে জিতিয়েছেন। ট্রফিও দিয়েছে সিএসকেতে। ফলে চেন্নাইয়ের কিংদন্তি বলা হয় তাঁকে। আর সেই তিনিই এবার পরেছেন ধর্মযুদ্ধে। একদিকে তাঁর অত্যন্ত প্রিয় দল এবং প্রিয় অধিনায়ক, অন্যদিকে নিজের বর্তমান দল নাইট রাইডার্স। যেখানে পেশাদার ব্যক্তি হিসেবে তাঁকে ম্যাচ জিতিয়ে আনতে হবে।
ভাইরাল ধোনি-ব্র্যাভোর ভিডিয়ো
এই আবহেই চিপকে পৌঁছে ডিজে ব্র্যাভো পৌঁছে গেছিলেন সিএসকের প্রাক্তনীদের সঙ্গে দেখা করতে। তাঁকে দেখেই নেটে ব্যাটিং অনুশীলনে ব্যস্ত থাকা ধোনি মজা করে বলেন ওঠেন, ‘দ্য ট্রেইটর ইজ হিয়ার(অর্থাৎ বিশ্বাসঘাতস এসেছে) ’। এটা শুনে হাসতে হাসতেই রবীন্দ্র জাদেজার সঙ্গে গিয়ে দেখা করেন ব্র্যাভো। এরপর ধোনির কাছে এগিয়ে গিয়ে তাঁকে ব্র্যাভো বলেন, তিনি ভাবতেই পারেননি যে ধোনি প্র্যাকটিস করতে ꧃আসবেন। তিনি ভেবেছিলেন হয়ত হোটেলে গিয়ে ধোনির সঙ্গে দেখা করবেন। এরপর মাহি বলেন, ব﷽্র্যাভো যে অপশনাল প্র্যাকটিসেও এসেছেন, সেটা দেখে তিনি নিজেও অবাক। এভাবেই খুনসুটি চলে চেন্নাই সুপার কিংসের দুই আইপিএলজয়ী তারকার।