আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি রক্ষা করে জয়ের নজির গড়ল পঞ্জাব কিংস। মঙ্গলবার মুল্লানপুরে প্রথমে ব্যাট করে 🃏মাত্র ১১১ রানেই অল-আউট হয়ে যান শ্রেয়স আইয়ার। জবাবে মাত্র ৯৫ রানে অল-আউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ১৬ রানে ম্যাচটা জিতে গিয়ে আইপিএলের ইতিহাস গড়ে ফেলেছে পঞ্জাব। যে পঞ্জাব গত বছর আইপিএলে কেকেআরের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছিল। ২০২৪ সালের ২৬ এপ্রিল ২৬২ রান তাড়া করে জিতেছিল কেকেআরের বিরুদ্ধে। আর ২০২৫ সালের ১৫ এপ্রিল সেই দলের বিরুদ্ধে আরও একটা ইতিহাস গড়ে ফেলল প্রীতি জিন্টার দল। ভেঙে দিল ১৬ বছরের পুরনো রেকর্ড।
সর্বনিম্ন রানের পুঁজি রক্ষা করে আইপিএলে জয়ের নজির
১♛) ১১১ রান: পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, মুল্লানপুর, ২০২৫ স💯াল।
২) ১১৬ রান: চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জা🧸ব কিংস, ডারবান, ২০০৯ সাল।
৩) ১১৮ রান: সানরাইজার্স হায়দরাবℱাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, ওয়াংখেড়ে, ২০১৮ সাল।
৪)𒊎 ১১৯ রান: পঞ্জাব কিংস বনাম বনাম মুম্বই ইন্ডিয়ান্স, 🎃ডারবান, ২০০৯ সাল।
৫) ১১🐲৯ রান: সানরাইজার্স হায়দরাবাদ বনাম পুণে ওয়ারির্স ইন্ডিয়া, পুণে, ২🐷০১৩ সাল।
(বিশেষ꧑ দ্রষ্টব্য: বৃষ্টিবিঘ্নিত ম্যাচের পরিসংখ্যান ধরা হয়নি)
দুটি দল মিলিয়ে আইপিএলে সর্বনিম্ন স্কোর (অল-আউট)
১ﷺ) ১৮০ রান: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ইডেন গার্ডেন্স, ২০১৮ সাল।
২) ২০৫ রান: মুম্বই ইন্ডিয়ান্স ব💦নাম সানরাইজার্স হায়দরাবাদ, ওয়াংখেড়ে, ২০১৮ সাল।
🐼 ৩) ২০৬ রান: পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, মুল্লান💖পুর, ২০২৫ সাল।
৪) ৩১৪ রান: মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডꦆার্স, মুম্বই, ২০২৪ সাল।
৫) ৩১৬ রান: ডেকান চার্জার্স বনাম রাজস্থা🗹ন রয়্যালস🧜, নাগপুর, ২০১০ সাল।
একেবারে সহজ ম্যাচ ছিল KKR-র জন্য, তাও হেরে গিয়েছে
অথচ ম🍒্যাচের একটা বড় অংশজুড়েও ভাবতে হয়নি যে এরকম রেকর্ড বা পরিসংখ্যানের সম্ভাবনা তৈরি হতে পারে। কারণ প্রথমে ব্যাট করে পঞ্জাব ১১১ রানে অল-আউট হয়ে যাওয়ার পরে ৭.৩ ওভারে কেকেআরের স্কোর ছিল দু'উইকেটে ৬২ রান। জয়ের জন্য মোটে ৫০ রান দরকার ছিল। ব্যাট করছিলেন অজিঙ্কা রাহানে এবং অংকৃষ রঘুবংশী। ড্রেসিংরুমে ছিলেন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, রামনদীপ সিংরাও।
কিন্তু ৭.৪ ওভারে রাহানে আউট হওয়ার পরেই ধস নেমে যায় কেকেআরের ইনিংসে। কেকেআর অধিনায়ক রাহানে আদতে আউটও ♐ছিলেন না। অনফিল্ড আম্পায়ার এলবিডব্লু দেওয়ার পরই তিনি হাঁটা লাগান। পরে দেখা যায় যে আউটই ছিলেন না। আর সেই ভুল সিদ্ধান্তের পরে কেকেআর কাঁপতে থাকে। শেষপর্যন্ত ৯৫ রানে অল-আউট হয়ে গিয়ে চরম লজ্জඣার মুখে পড়েছে।