ভারত বনাম বাংলাদেশের ম্যাচে শুভমন গিল দুরন্ত শতরান করেন। ভারতীয় পেসার মহম্মদ শামি নেন পাঁচ উইকেট। টিম ইন্ডিয়া ফাইভ স্টার পারফরমেন্সের সৌজন্যে ম্যাচ জিতে যায়। কিন্তু ম্যাচ নিয়েই এবার জলঘোলা করা শুরু করল চ্যাম্𝔍পিয়ন্স ট্রফির মুল আয়োজক পাকিস্তান, যারা প্রথম ম্য়াচেই নিউজিল্যান্ডের কাছে হেরে এখন খাদের ক✃িনারায় দাঁড়িয়ে।
গ্রাফিক্স লোগো থেকে উধাও পাকিস্তান
ভারত বনাম বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ স্টেজের সেই ম্যাচে খেলার সময় গ্রাফিক্সে কোথাও দেখা যায়নি আয়োজক দেশ পাকিস্তানের নাম। অর্থাৎ আইসিসি🐎 চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নামও অন্যান্য ম্যাচে থাকার কথা থাকলেও ভারতের ম্যাচে না দেখা যায়নি, আর এতেই ব্যাপক খেপেছে পඣাক ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন🐷-২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন করতে ইচ্ছুক ভারত! পাঠানো হচ্ছে প্রস্তাব! হবে ক🍎্রিকেটও? দেখে নিন
গোটা বিষয়টি নিয়েই জবাব চাইতে পাকিস্তান ক্রিকেট বোর্ড চিঠি লিখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিকে। জানতে চেয়েছেন, ঠিক কি কারণে ভারত💞ের ম্যাচ থেকে প্রতিযোগিতার আয়োজক দেশের নাম বাদ দেওয়া হল? সাধারণত বাঁদিকের ওপরের কোণে দেখা যায়আইসিসি ইভেন্টের লো𝔍গো। সেখানে দেখা যাচ্ছিল, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ’ লেখাটি, ছিল না পাকিস্তানের নাম।
স্রেফ ভারতের ম্যাচেই নাম নেই পাকিস্তানের
অবশ্য ভারতের ম্যাচটি বাদ দিলে প্রতিযোগিতার অন্য যে ম্যাচহু🦋লো হয়েছে যেমন সাউথ আফ্রিকা আফগানিস্তান, নিউজিল্যান্ড-পাকিস্তা🔯ন, সেই সব ম্যাচেই গ্রাফিক্সে আয়োজক দেশের নাম লেখা ছিল। পিসিবির তরফ থেকে আইসিসিকে চিঠি দিয়ে উষ্মাপ্রকাশ করে জানানো হয়েছে, যেন আইসিসি বিষয়টিতে নজর দেয় এবং এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়।
প্রযুক্তিগত ত্রুটি বলছে আইসিসি
আইসিসির তরফ থেকে অবশ্য পিসিবিকে জানানো হয়েছে, একান্তই প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটনাটি ঘটেছে। যদিও বি♔ষয়টি মোটেই অতটা সহজ করে দেখছে না পিসিবি। কারণ এই ধরণের গ্রাফিক্স ম্যাচের𝕴 অনেক আগেই বানানো হয়। তাই ভারতের ম্যাচের আগে ও পরে কোনও ত্রুটি হল না, কিন্তু ভারতের ম্যাচের দিনই ত্রুটি হল, বিষয়টি মেনে নিতে পারছে না পাক বোর্ড।
ত্রুটি মানতে নারাজ পাকিস্তান-
অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের অসন্তোষকে তেমন গুরুত্ব দিচ্ছে না আইসিসি। তাঁরা স্পষ্ট করেই জানিয়েছে বিষয়টি একান্তই প্রযুক্তিগত ত্𝐆রুটি ছিল এবং এরপর থেকে সব ম্যাচেই পুর্ণাঙ্গ লোগো ব্যবহৃত হবে। সেটা পাকিস্তানের মাঠে খেলা হো📖ক অথবা আরবে। এর মধ্যে রবিবার রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের।