মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম কর্ণধার নীতা আম্বানি স্মরণ করালেন হার্দিক পান্ডিয়ার MI-র অসাধারণ যাত্রা। প্রাথমিক সংগ্রাম থেকে শুরু করে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হয়ে ওঠা পর্যন্ত হার্দিককে নিয়ে বেশকিছু অজানা গল্প শোনালেন নীতা আম্বানি। এক দশকেরও বেশি সময় ꦏআগে হার্দিক ও তাঁর দাদা ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা জানান তিনি। এই কথা বলতে গিয়ে, নীতা আম্বানি তুলে ধরেন কিভাবে মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউটিং সিস্টেম প্রতিভাবান কিন্তু অপরিচিত খেলোয়াড়দের খুঁজে বের করে আনে এবং ꦍতাদের গড়ে তোলে।
নীতা আম্বানি বলেন, ‘আইপিএলে প্রতিটি দলের নির্দিষ্ট বাজেট থাকে, তাই আমরা সীমিত অর্থের মধ্যেই দল গঠন করতে পারি। আমাদের নতুন প্রতিভা খুঁজে বের করার উপায় বের করতে হয়েছিল। আমি প্রতিটি রঞ্জি ট্রফির ম্যাচ দেখতে যেতাম, আমার স্কাউটরাও বিভিন্ন ঘরোয়া ক্র💃িকেট ম্যাচ পর্যবেক্ষণ করত। একদিন, আমাদের স্কাউটরা দুটি তরুণ, রোগা ও লম্বা ছেলেকে ক্যাম্পে নিয়ে এল।’
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন …. Champions Trophy 2025-র শুরুর আগে BCCI-র ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন! শর্ত সাপেক্🤡ষে দুবাই যেতে ꦛপারেন ক্রিকেটারদের পরিবার
পান্ডিয়া ভাইদের সঙ্গে এক কথোপকথনের কথা স্মরণ করে নীতা আম্বানি বলেন, সেই সময়ে পান্ডিয়া ভাইয়ার তাদের আর্থিক দুর্দশার কথা জানান। নী💯তা আম্বানি বলেন, ‘আমি যখন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলেছিল যে টানা তিন বছর তারা শুধু ম্যাগি নুডলস খেয়েছে, কারণ তাদের কাছে অন্য কিছু কেনার টাকা ছিল না। কিন্তু আমি তাদের চোখে বড় কিছু করার স্পৃহা, আবেগ ও তীব্র ইচ্ছাশক্তি দেখতে পেয়েছিলাম। এই দুই ভাই ছিল হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়া। ২০১৫ সালের আইপিএল নিলামে আমি হার্দিক পান্ডিয়াকে ১০,০🎐০০ মার্কিন ডলারে কিনেছিলাম, আর আজ সে মুম্বই ইন্ডিয়ান্সের গর্বিত অধিনায়ক।’
আরও পড়ুন …. ১৪ মাস পরে ফের গোল করলেন নেইমার! স্যান্টোসের 🐓জার্সি গায়ে ফর্মে ফিরলেন ব্রাজিলের তারকা ফুটবলার
হার্দিক ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক করেন এবং পরের বছর ভারতের জাতীয় দলে জায়গা করে নেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি ভারতীয় দলে অপরিহার্য খেলোয়াড় হয়ে ওঠেন, তা🎃র বিধ﷽্বংসী ব্যাটিং, অলরাউন্ড পারফরম্যান্স ও নেতৃত্বগুণের জন্যই আজ তিনি এই জায়গায় পৌঁছে গিয়েছেন।
নীতা আম্বানি আরও বলেন কীভাবে মুম্বই ইন্ডিয়ান্স জসপ্রীত বুমরাহকে খুঁজে পেয়েছিল, যিনি বর্তমানে বিশ্বের অ💦ন্যতম সেরা ফাস্ট বোলার। নীতা আম্বানি বলেন, ‘আমাদের স্কাউটরা একদিন আমাকে বলল, ‘একজন তরুণ ক্রিকেটার আছে যার বডি ল্যাঙ্গুয়েজ একটু অদ্ভুত, কিন্তু আপনি তার বোলিং দেখুন।’ আমরা দেখলাম, সে বলের সঙ্গে কথা বলতে পারে। সেই খেলোয়াড় ছিল আমাদের বুমরাহ, আর বাকিটা ইতিহাস।’
আরও পড়ুন …. Champions Trophy 2025: ICC-র নিয়༺ম মেনে নিল BCCI! রোহিত-বিরাটদের জার্সিতে লেখা হল পাকিস্তান