Indian Premier League (IPL) চলছে এখন পুরোদমেই। সেখানে প্রীতি জিন্টার দল বহুদিন পর বেশ ভালো জায়গায় রয়েছে পয়েন্ট টেবিলে। এরই মধ্যে এক্স হ্যান্ডেলে প্রীতি জিন্টাকে নিয়েই ভুয়ো তথ🍎্য প্রকাশ করার অভিযোগ উঠল। প্রীতি জিন্টা নিজেই সেই ইউজারকে ধরিয়ে দিলেন, জ♕ানালেন তাঁর নাম করে একদম মিথ্যা খবর দেওয়া হচ্ছে।
আইপিএলের নিলামের পরই ভারতীয় দলের ক্রিকেটার তথা লখনউ সুপার জায়ান্ট দলের অধিনায়ক ঋষভ পন্ত বলেছিলেন,তিনি চিন্তায় করছিলেন নিলামের সময় যাতে পঞ্জাব কিংস দল তাঁকে না নেয়। কারণটা স্বাভাবিক, শেষ ১০ বছরে একবারও ফাইনালে ওঠেনি তাঁরা। এক্ষেত্রে বলাই বাহুল্য যে ম্যাচিউরিটির অভা﷽বেই এমন কটুক্তি করেছিলেন পন্ত, কারণ কোনও দলকে নিয়েই এমন মন্তব্য করা উচিত নয়। সম্মান দিলেই কিন্তু সম্মান পাওয়া যায়। এখন এলএসজিকে গিয়ে হামেশাই ট্রোলিংয়ের মুখে পড়ছেন তিনি। কখনও দল হারলে সঞ্জীব গোয়েঙ্কার কাছে মুখ কাচুমাচু করে থাকছেন, আর তিনি এক ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচেই ডাহা ফেল।
পন্ত এবং PBKSকে নিয়ে ভুয়ো খবর
এই আবহেই এক্স হ্যান্ডেলে এক 🎃ইউজার প্রীতি জিন্টাকে নিয়ে এক মন্তব্য প্রকাশ করেন। প্রীতিকে কোট করে তিনি লেখেন, ‘আমরা ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার, দুজনকেই চাইছিলাম। তাঁদেরকে দলে নিতে পারতাম। কিন্তু আমরা কেবল বড় নামের পিছনে দৌড়াতে চাইনি, বড় পারফর্মারকে দলে নিতে চেয়েছিলাম। আর বর্তমান পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার একজন বড় পারফর্মার ’।
Fake news ধরিয়ে দিলেন প্রীতি
এই পোস্ট দেখার পরই বিতর্ক থেকে সব সময় নিজেকে দূরে রাখা পꦆ্রীতি জিন্টা সরাসরি সেই পোস্টে কমেন্ট করেন। তিনি লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু এটা একদমই ভুয়ো খবর ’। অর্থাৎ প্রীতি যে এমন কোনও কথাই কোথাও বলেননি, সেটাই তিনি আরেকবার জানিয়ে দেন।
নিজের পক্ষে যুক্তি দেন সেই X ইউজার
এরপর সেই ইউজারকে নিজের স্বপক্ষে যুক্তি দিতে দেখা গেছে, যদিও তিনি একথা স্বীকার করেননি যে তিনি ভুয়ো তথ্য দিচ্ছিলেন। সেই ইউজার এরপর কমেন্টে লেখেন, ‘ম্যাডাম, যদি ঋষভ পন্ত বিক্র🦹ান্ত গুপ্ত এবং সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আন্তর্জাতিক জনমাধ্যমে বসে পঞ্জাব কিংসকে নিয়ে যা ইচ্ছে বলতে পারে, তাহলে আমরা কেন পারি না ’। এরপর সেই ইউজার আরও ল꧅েখেন, ‘সত্যিই খুব রাগ ধরে। হতে পারে ঋষভ পন্তও আমাদেরই নিজের,কিন্তু পঞ্জাব কিংসকে নিয়ে ওর ওই কথাটা বলা উচিত হয়নি ’।
পন্তকে নিতেই চায়নি Punjab Kings
প্রসঙ্গত ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়স আইয়ারকে দলে নেওয়ার পর পঞ্জাব কিংস দল আর ঋষভ পন্তের কোনও নিলামে আগ্রহ প্রকাশই করেনি। আর শ্রেয়সকে নেওয়ার সিদ্ধান্ত যে তাঁদের সঠিক ছিল, সেটাই আরও একবার প্রমাণ পাওয়া গেছে আরসিবি ম্যাচেও। যেখানে তাঁর বুদ্ধি এবং স্ট্র্যাটেজিতেই দল ফের একটা জয় তুলে নিয়েছে এবারের আইপিএলে।