স্বপ্নের ফর্ম অব্যাহত থাকল না বিজয় হাজারে ট্রফির ফাইনালে। শনিবার ভদোদরায় ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটের ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে ৩১ বলে ২৭ রানে আউট হয়ে গেলেন বিদর্ভের অধিনায়ক করুণ নায়া🌊র। তার ফলে এবারের বিজয় হাজারে ট্রফিতে আট ইনিংসে করুণের স্কোর দাঁড়াল ৭৭৯ রান। গড় ৩৮৯.৫। পাঁচটি সেঞ্চুরি করেছেন। স্ট্রাইক রেট ১২৩.৫৫। পুরো টুর্নামেন্টে মাত্র দু'বার আউট হয়েছেন - একবার উত্তরপ্রদেশের বিরুদ্ধে আর এবার ফাইনালে কর্ণাট꧙কের বিরুদ্ধে।
বিজয় হাজারে ট্রফির এক মরশুমে সর্বোচ্চ রান
১) নারায়ণ জগদীশꦐন: ২০২২-২৩ আটটি ম্যাচে (আটটি ই🌊নিংস) ৮৩০ রান করেছিলেন। সর্বোচ্চ ২৭৭ রান। গড় ১৩৮.৩৩। স্ট্রাইক রেট ১২৫.৩৭। পাঁচটি শতরান করেছিলেন।
২) পৃথ্বী শ: ২০২০-২১ সালে আটটি⛦ ইনিংসে ৮২৭ রান করেছিলেন মুম্বইয়ের তারকা ব্যাটার। সর্বোচ্চ অপরাজিত ২২৭ রান করেছিলেন♊। গড় ছিল ১৬৫.৪। স্ট্রাইক রেট ছিল ১৩৮.২৯। চারটি শতরান এবং একটি অর্ধশতরান করেছিলেন।
৩) করুণ নায়ার: ২০২৪-২🗹৫ সালে ন'টি ম্যাচে (আটটি ইনিংস) মোট ৭৭৯ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১৬৩ রান করেন। গড় ৩৮৯.৫। পাঁচটি শতরান এবং 🃏একটি অর্ধশতরান করেন। ছ'টি ইনিংসে অপরাজিত থেকেছেন। স্ট্রাইক রেট ১২৪.০৪।
৪) দেবদূত পাডিক্কাল: ২০২০-২১ সালে সাতটি ইনিংসে ৭৩৭ রান করেছিলেন। সর্বোচ্চ করে𝓰ছিলেন ১৫২ রান। গড় ছিল ১৪৭.৪। স্ট্রাইক রেট ছিল ৯৫.৯৬। চারটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেছিলেন পাডিক্কাল।
৫) 🏅মায়াঙ্ক আগরওয়াল: ২০১৭-১৮ সালে আটটি ইনিংসে ৭২৩ রান করেছিলেন কর্ণাটকের বর্তমান অধিনায়ক। গড় ছিল ৯০.৩৭। স্ট্রাইক রেট ছিল ১০৭.৯১। তিনটি শতরান এবং চারটি অর্ধ-শতরান 🍃করেছিলেন।
বিজয় হাজারে ট্রফিতে কোন ম্যাচে কত রান করেছেন করুণ?
১) জম্মু ও কাশ্মীর: অপরাজিত ১১২ রান।
২) ছত্তিশগড়: অপরাজিত ৪৪ রান।
৩) চণ্ডীগড়: অপরাজিত ১৬৩ রান।
৪) তামিলনাড়ু: অপরাজিত ১১১ রান।
৫) উত্তরপ্রদেশ: ১১২ রান।
৬) মিজোরাম: ব্যাট করেননি।
৭) রাজস্থান (কোয়ার্টার ফাইনাল): অপরাজিত ১২২ রান।
৮) মহারাষ্ট্র (সেমিফাইনাল): অপরাজিত ৮৮ রান।
৯) কর্ণাটক (ফাইনাল): ২৭ রান।
আরও পড়ুন: ৭ ম্যাচে ৭৫২ রান করা ক্রিকেটারের ভক্ত হলেন সচ🍬িন! করুণ নায়ারের প্রশংসায় তেন্ডুলকর
সর্বকালীন নজির স্পর্শ করুণের সতীর্থের
আর অধিনায়ক করুণের সেই দুর্দান্ত পারফরম্যান্সে♌র মধ্যেই নিজের জাত চিনিয়েছেন বিদর্ভের ধ্রুব শোরে। যিনি দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিজয় হাজারে ট্রফির নক-আউট পর্যায়ে টানা তিনটি শতরান হাঁকিয়েছেন। ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে ১১১ বলে ১১০ রান করেন। তাঁর আগে একমাত্র সেই কাজটা করেছিলেন রুতুরাজ গায়কোয়াড়।
১) রুতুরাজ গায়কোয়াড় (২০২২-২৩ সাল): অপরাজিত ২২০ রান (কোয়ার্টার ফাইনাল বনাম উত্তরপ্রদেশ), ১৬৮ রান (সেমিফাইনাল বনাম অসম) এ🙈বং ১০৮ রান (ফাইনাল বনাম সৌরাষ্ট্র)।
২) ধ্রুব শোরে (২🐼০২৪-২৫ সাল): অপরাজিত ১১♉৮ রান (কোয়ার্টার ফাইনাল বনাম রাজস্থান), ১১৪ রান (সেমিফাইনাল বনাম মহারাষ্ট্র) এবং ১১০ রান (ফাইনাল বনাম কর্ণাটক)।