২০২৪ সালের ১১ ডিসেম্বর অর্থাৎ ঠিক একমাস আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অনুরাগ কাশ্যপ কন্যা আলিয়া কাশ্যপ। শেন গ্রেগোয়ারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। বিয়ের সমস্ত ছোট ছোট মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল𝓀। তবে এবার আরও বেশকিছু মুহূর্ত দেখা গেল আলিয়ার পোস্ট করা একটি ভিডিয়ো থেকে।
বিয়ে ঠিক এক মাসের মাথায় আলিয়া🦄 তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে বিয়ের সমস্ত ছোট ছোট মুহূর্ত দেখতে পাওয়া যায়। ১৯ মিনিটের এই ভিডিয়োয় মেহেন্দি, হলদি, ককটেল পার্টি, বিবাহ এবং প্রত্যেকটি ছোট ছোট আনন্দের মুহূর্ত তুলে ধরা হয়।
আল⛎িয়ার এই ভিডিয়োয় আলিয়ার শ্বশুরবাড়ির সকলকে ভারতীয় বিয়ের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে দেখা যায়। কেউ বলিউডের গানের তালে তালে নাচ করছেন, কেউ আবার মেহেন্দি পরছেন। বন্ধুর বিয়েতে আনন্দ করতে দেখা যায় আলিয়ার বন্ধুদের। পিছিয়ে থাকেন না শেনের বন্ধুরাও। কখনও তাঁদের এক সঙ্গে পার্টি করতে দেখা যায় কখনও আবার নাচ কর👍তে।
তবে এই ভিডিয়োয় সব থেকে আবেগঘন মুহূর্ত দেখা যায় যখন মেয়েকে জড়ি🅠য়ে ধরে কাঁদেন অনুরাগ। শুধু তাই নয়, প্রাক্তন স্ত্রী তথা আলিয়ার মা আরতি বাজাজের কাঁধে মাথা দিয়েও কাঁধে দেখা যায় অনুরাগকে। যতই বিচ্ছেদ আসুক না কেন, মেয়েꦉর বিয়েতে একজোট হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী-স্ত্রী।
তবে শুধু আরতি নন, অনুরাগের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কল্কি কো🉐য়েচলিনকেও দেখা যায় বিয়ের অনুষ্ঠানে আনন্দ করতে। সমস্ত পুরনো বিবাদ মিটিয়ে সৎ মেয়ের বিয়েতে আনন্দ করে তিনি নিজেকে একজন উঁচু মনের মানুষ হিসাবে প্রমাণ করেন।
আরও পড়ুন: কখনও আমিষ-মদ ছোঁননি! ৫১ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস সোনু সুদের,রই🌳ল সিক🐼্রেট ডায়েট
আরও পড়ুন: মুম্বই মেরি জান! মায়ানগরীকে ঘিরে ট্রিলজির ভাবনা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ খ্যাত পায়ে🧔ল কাপাডিয়ার
আলিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন ববি দেওল, নাগা চৈতন্য, নওয়াজুদ্দিন সি🦂দ্দিকী, মনোজ বাজপেয়ী এবং ইমতিয়াজ আলি সহ আরও অনেকেই। মেয়ের বিয়ে দিয়ে কন্যা দায়💧গ্রস্ত পিতা অনুরাগ আপাতত রয়েছেন ছুটির মেজাজে।