♌ প্রযোজক বনি কাপুর প্রায়শই তাঁর প্রয়াত স্ত্রী, কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর থ্রোব্যাক মুহুর্তগুলি শেয়ার করেন। রবিবার বনি তাঁদের দাম্পত্যের একটি সুন্দর থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন এবং জানিয়েছেন যে তিনি স্ত্রীকে কতটা মিস করেন। ছবিতে দুজনকে একে অপরের দিকে তাকিয়ে হাসতে দেখা যাচ্ছিল।
শ্রীদেবীর সঙ্গে পুরনো ছবি শেয়ার করলেন বনি কাপুর
ꦿএই ছবির ক্যাপশনে বনি লিখেছেন, ‘সত্যিকারের ভালোবাসা লুকিয়ে রাখা যায় না।’ পোস্টটি দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।
ཧপারিবারিক বিয়েতে যোগ দিতে দুবাই গিয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। এই সময় শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর মুম্বইয়ে ছিলেন। এরপর সেই অভিশপ্ত দিন ২৪ ফেব্রুয়ারি, যেদিন স্ত্রীর সঙ্গে দেখা করতে বনি পৌঁছন দুবাই। দুবাইয়ের যে হোটেলে তিনি থাকতেন সেই রুমের বাথটাবে ডুবেই মারা যান তিনি। সেই সময় অনেকেই শ্রীদেবীর মৃত্যুতে হতবাক হয়ে বনি কপুরের দিকে আঙুল তুলেছেন। তবে ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছিল, এটি একটি দুর্ঘটনা। এনকী, দুবাই পুলিশ কিছু পরে ক্লিনচিটও দেয় ভারতীয় প্রযোজককে।
🔯বনি সেই সময় জানিয়েছিলেন, শ্রীদেবী নিম্ন রক্তচাপে ভুগছিলেন এবং কম লবণ খাওয়ার কারণে তাঁর মাঝেমাঝেই এরকম ব্ল্যাকআউট হয়ে যেত। নতুন ছবি শুরুর আগে ডায়েট করতেন কড়া, যাতে নিজেকে ছিপছিপেভাবে পর্দায় তুলে ধরতে পারেন।
🔯ভিন দেশে মৃত্যু, নানা জালে জড়িয়ে আটকে ছিল অভিনেত্রীর মরদেহ। এদিকে ভারতে অপেক্ষায় দুই মেয়ে, পরিবার, ভক্তরা। সেই সময়তে সাহায্যের হাত বাড়ান কেরালার লোক আশরাফ থামরাসেরি। প্রাথমিকভাবে বিদেশে মারা যাওয়ার পর ভারতীয় নাগরিকদের মৃতদেহ ভারতে ফিরিয়ে আনার কাজের সঙ্গে যুক্ত এই সমাজকর্মী। ২০১৫ সালে ভারতের উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারি তার সামাজিক কাজ এবং প্রচেষ্টার জন্য প্রবাসী ভারতীয় সম্মান দেন তাঁকে। ঋণগ্রস্ত শ্রমিক থেকে শুরু করে অর্থ উপার্জনকারী অভিজাত, থামরাসেরি বিশ্বের ৩৮টি দেশে ৫০০০-এর বেশি মরদেহ ফিরিয়ে নিয়ে যেতে সহায়তা করেছেন। শ্রীদেবীর সময়তেও তিনিই ছিলেন মাসীহা।