𒈔নতুন বছর পড়তেই বলিউডে একের পর এক বিপত্তি। সইফ আলি খানের উপর হামলার ঘটনা এতক্ষণཧে বেশিরভাগ মানুষেরই জানা, এবার শ্যুটিং সেটে ছাদ ভেঙে জখম হয়েছেন অভিনেতা অর্জুন কাপুর। এছাড়াও জখম হয়েছেন প্রযোজক জ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজিজ। তবে কারোরই তেমন চোট গুরুতর নয় বলেই জানা যাচ্ছে।
ঠিক কী ঘটেছে?
জানা যাচ্ছে, মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে চলছিল শ্যুটিং। অর্জুন কাপুর ও ভূমি পেডনেকর 🍒তাঁদের আগামী ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্যের শ্যুটিং করছিলেন। তখনই শ্যুটিং সেটের ছাদের চাঙড় ভেঙে পড়ে। তখন অর্জুন ও ভূমি শট দিচ্ছিলেন। অর্জুন ছাড়াও এই ঘটনায় জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজিজ।
ছাদ ভাঙার ঘটনায় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়- FWICE)এর সদস্য অশোক দুবে সংবাদমাধ্যমকে জানান, যে বাড়িটিতে শুটিং চলছিল সেটা বেশ পুরনো ও ভগ্নপ্রায়। বেশ কিছু দিন ধরে সেখানে টানা শুটিং হচ্ছিল। লাগাতার শব্দের কম্পনে ওই পুরনো বাড়িটি ক🐷াঁপতে শুরু করে। যার জেরেই এই বিপত্তি। অশোক দুবে আরও জানিয়েছেন, অর্জুন, ছবির পরিচালক, প্রযোজকের পাশাপাশি ছবির আরও কয়েকজন কলাকুশলীরাও অল্পবিস্তর জখম হয়েছেন। ঘটনায় অর্জুন কাপুরের মাথায় ও কনুইয়ে চ🔯োট পেয়েছেন, তবে সেই চোট তেমন গুরুতর নয়। অশোকবাবুর নিজেরই কনুইতে এবং মাথায় চোট লেগেছে। চিত্রগ্রাহক মনু আনন্দের বুড়ো আঙুল ভেঙে যায়। একজন সিনেমাটোগ্রাফার মেরুদণ্ডে চোট পান। তবে কারও চোট গুরুতর নয় বলেই জানাচ্ছেন অশোক দুবে।
আরও পড়ুন-সইফের উপর হামলার পর হেডফোন কিনতে য🐻ায় অপরাধী, সামনে CCTV ফুটেজ, কী বলছেন দোকানদার?
আরও পডও়ুন-সইফের উপর হামলাꩲয় কোনও গ্য়াং-এর হাত নেই, নেহাতই চুরি করতে এসেছিল অপরাধীরা, দাবি মন্ত্রীর
গানটি কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায় ই-টাইমসকে জানান, যখন নাচের দৃশ্যের শ্যুটিং চলছিল, তখন তাঁরা মনিটরে চোখ রেখেছিলেন। তাঁর কথায়, ‘ভাগ্য ভালো যে চাঙড় ভেঙেছে, পুরো ছাদ ভেঙে যায়নি। তাহলে বিষয়টা আরও ভয়ানক হত। ইতিমধ্যেই ঘটনার বিষয়ে BMC এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীকে জানা🌸নো হয়েছে।’
জানা যাচ্ছে, অর্জুন কাপুর ও ভূমি পেডনেকর ছবি ‘🏅মেরে হাজব্যান্ড কি বিবি’ ২০২৫ সালেই সিনেমাহলে মুক্তি পাবে।