ﷺ বিমানযাত্রার সময় বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি হলেন ইমন চক্রবর্তী। আর এই নিয়ে বাংলার গায়িকা ক্ষোভ উগড়ে দিলেন সোশ্যাল মিডিয়াতে। অভিযোগ যে, এয়ার ইন্ডিয়াকে অতিরিক্ত টাকা দিয়েও, নিজেদের পছন্দের সিট পাননি তিনি। শনিবার ইন্দোরে শো করেন তিনি। আর সেখান থেকেই বিমানে দিল্লি আসার পথে ঘটল এই ঘটনা।
🔯ইমন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার টিকিট নিয়েছিলাম আমরা। এমনকী পছন্দের সিটের জন্য অতিরিক্ত মূল্যও দেই। আর আপনাদের এমপ্লয়িরা সেই সিট দিয়ে দিল অন্য যাত্রীকে। এটা একদমই অনৈতিক আর গ্রহণযোগ্য নয়। ইন্দোর থেকে দিল্লি আসছি। বিরক্তিকর যাত্রা।’
𒀰দেখা গেল কমেন্টে আরও অনেকেই এয়ার ইন্ডিয়ার সঙ্গে হওয়া বরূপ অভিজ্ঞতা আনলেন সামনে। একজন লেখেন, ‘যা খুশি তাই হচ্ছে’। অন্যজন লিখলেন, ‘গত মাসে আমাদের সঙ্গেও এরকম হয়েছে। আমরা দিল্লি থেকে কলকাতা আসছিলাম। আমরাও সিট পছন্দ করে অতিরিক্ত অর্থ দিয়েছিলাম। কিন্তু আমাদের সিটও অন্য যাত্রীকে দিয়ে দেওয়া হয় এভাবেই।’ তৃতীয়জন লিখলেন, ‘এয়ার ইন্ডিয়ার সার্ভিস দিনদিন যেন জঘন্য হচ্ছে।’ চতুর্থজনের মন্তব্য, ‘এয়ার ইন্ডিয়ার সঙ্গে এই সমস্যা যেন খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকাল।’
🍸তবে একজন আবার ইমনকে উলটো কটাক্ষ করে লেখেন, ‘এই সমস্যাগুলো দেখেছি বেশি উচ্চশিক্ষিত এবং হাইপ্রোফাইল মানুষদের সঙ্গেই হয়। আমাদের মতো সাধারণ মানুষদের সঙ্গে আর হয় না। সফটওয়্যারও বুঝে গিয়েছে কোথায় সমস্যা তৈরি করলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া যাবে | ফ্লাইট ক্যানসেলড বা ফ্লাইট চেঞ্জ হলে সাধারণত এই সমস্যাগুলো হয়। সেটা জেনেও যদি কেউ এমন পোস্ট করে সেটা হাস্যকর ছাড়া কিছু নয়। এমন সমস্যায় পড়বেন না, ইকোনমি ক্লাস ছেড়ে বিজনেস ক্লাসে ট্রাভেল করুন।’
🌳তবে পালটা জবাব আসে ইমনের থেকে। বিরক্তি নিয়েই দেন কড়া জবাব, লেখেন, ‘আপনাদের মতো ফ্রাস্ট্রেটেড লোকজন খালি এসবই ভাবে। একদম অসহ্য ও বিরক্তিকর। আমার ব্যক্তিগত সমস্যা আমি শেয়ার করেছি, আপনার অসুবিধা হলে আমার প্রোফাইল বা পেজে আসবেন না। আর আসলেও ফালতু ফুটেজ খাওয়া বন্ধ করুন।’