🌊 ২০০৭ সালের ২০ এপ্রিল প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে বিয়ে করেছিলেন অভিষেক বচ্চন। ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ের আগে ওই একই বছর অভিষেক এবং ঐশ্বর্যের বাগদান পর্ব ঘোষণা করা হয়েছিল পরিবারের তরফ থেকে। ওই একই বছর এপ্রিল মাসের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যা দেখে শাশুড়ি এবং বৌমার আজকের সমীকরণ কিছুটা হলেও অন্যরকম লাগবে আপনার।
🎃সালটা ২০০৭ সাল। ফিল্মফেয়ার পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন জয়া বচ্চন, অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। অনুষ্ঠানে লাইফটাইম এচিভমেন্ট পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন জয়া। পুরস্কার নিতে মঞ্চে উঠে তিনি হবু বৌমার সম্পর্কে এমন কিছু বলেছিলেন যা শুনে রীতিমতো চোখে জল চলে এসেছিল ঐশ্বর্যের।
আরও পড়ুন:𝔉 শাহরুখের সিনেমা দেখে কেঁদে ভাসালেন আমেরিকান, ভিডিয়ো দেখে হেসে খুন নেটিজেনরা
আরও পড়ুন: ܫক্যানসারের চিকিৎসা সেরে ফিরেছেন বাড়ি, এখন কেমন আছেন আয়ুষ্মান পত্নী?
🔜ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চে উঠে জয়া বলছেন, আমি খুব শীঘ্রই একজন অসাধারণ সুন্দরী মেয়ের শাশুড়ি হতে যাচ্ছি। আমার কাছে এটা ভীষণ আনন্দের। তোমাকে আমি আমার পরিবারের স্বাগত জানাই। তোমাকে অনেক অনেক ভালোবাসা।
ꩲজয়া আরও বলেন, আমি সবসময় বলতে চাই আমাদের জীবনে যেন কখনও মিথ্যার প্রবেশ না ঘটে। সব সময় আমাদের মধ্যে ভালোবাসা যেন বজায় থাকে এই কামনাই করি। তোমাকে পেয়ে আমরা অনেক ভাগ্যবান। তোমার মধ্যে মূল্যবোধ আছে, তোমার হাসির মতোই তুমি সুন্দর। এই ভাবেই থেকো।
🧸ঐশ্বর্যের উদ্দেশ্যে বলা জয়া বচ্চনের কথা শুনে ঐশ্বর্যের চোখে জল চলে আসে। তিনি যে সত্যি মন থেকে আপ্লুত হয়েছেন, তা বেশ ভালোভাবেই বোঝা যায় ভিডিয়ো দেখে। জয়ার পাশে দাঁড়িয়ে থাকা অমিতাভও জয়ার প্রত্যেকটি কথায় সম্মতি জানিয়েছিলেন।
আরও পড়ুন:🅺 'একমাত্র বোকারাই...', ‘টয়লেট’ কটাক্ষে নাম না করে জয়াকে বিঁধলেন অক্ষয়?
আরও পড়ুন: ꦓমায়ের কোলে বসে দুই বিখ্যাত নায়িকা, একজন আবার মিস ইন্ডিয়া, চিনতে পারছেন এঁদের?
🥃সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্স ভরে যায় বিভিন্ন মন্তব্যে। একজন লেখেন, সত্যি কথাগুলো ভীষণ ভালো লাগলো। অন্য একজন লেখেন, ঐশ্বর্য কে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা আবেগ তাড়িত। একজন লেখেন, এটা অনেক পুরনো ভিডিয়ো। চতুর্থ একজন লেখেন, এই ভাবেই সম্পর্কটা যেন বজায় থাকে।