🌌 ছোটবেলার স্মৃতি সবসময়ই হয় মধুর। ছোটবেলার ছবি দেখলেই মনে পড়ে যায় অনেক সুন্দর মুহূর্ত। সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই আছেন যারা ছোটবেলার ছবি শেয়ার করে সুন্দর সেই মুহূর্তগুলি ভাগ করে নেন সকলে সঙ্গে। এবার বোনের সঙ্গে ছোটবেলার একটি ছবি ভাগ করে নিতে দেখা গেল এক অভিনেত্রীকে।
💖অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাগ করে নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে তিনি এবং তাঁর বোন মায়ের কোলে বসে রয়েছেন। হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলছেন তাঁরা। ছোট্ট শিশু দুটিকে দেখে বোঝার উপায় নেই এই দুই শিশুই একদিন হবেন অভিনেত্রী। শুধু তাই নয়, এঁদের মধ্যে একজন আবার বিশ্বসুন্দরী।
আরও পড়ুন: ๊শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা ঊর্বশীর! বললেন, 'ডাকু মহারাজের পর আমি...'
আরও পড়ুন: 𒀰ক্যানসারের চিকিৎসা সেরে ফিরেছেন বাড়ি, এখন কেমন আছেন আয়ুষ্মান পত্নী?
♊বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বেশ কিছু পুরনো ছবি পোস্ট করেছেন নম্রতা শিরোদকর । স্মৃতির পাতা থেকে এই সমস্ত ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন, ‘পাশে যাকে দেখছেন তিনি আমার জীবনের সবথেকে প্রিয় মানুষ।’ ছবিগুলির মধ্যে একটি ছবিতে একদম ছোটবেলার একটি ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। ছবিতে দেখা যাচ্ছে, দুই ছোট্ট মেয়ে মায়ের কোলের কাছে বসে আছে হাসিমুখে।
🐽তবে শুধু এই একটি ছবি নয়, বোনের সঙ্গে আরও বেশ কয়েকটি ছবি পোস্ট করতে দেখা যায় নম্রতাকে। অন্য একটি ছবিতে নম্রতাকে একটি সবুজ রঙের শাড়ি এবং গোলাপি রঙের ব্লাউজ পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নম্রতার পাশে হাসিমুখে দেখা যায় আরও একজন মেয়েকে, যাকে একটি বেইজ রঙের স্যুট পরে থাকতে দেখা যায়। ভারী গয়না পরিহিত তাঁদের দুজনের ছবি দেখলে বোঝা যায় এটি কোনও অনুষ্ঠানের ছবি। নম্রতার পাশে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন নম্রতার বোন শিল্পা শিরোদকর।
🍃ছবিগুলি পোস্ট করে নম্রতা লিখেছেন, ‘শুভ সিবিলিং দিবস। আমার সব থেকে প্রিয় মানুষ। আমার প্রিয় চিন্টুকলি। তুমি আমার জীবনের সবথেকে বড় সাপোর্ট সিস্টেম, আমার প্রিয় বন্ধু। আমার পাশে সব সময় থাকার জন্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা।’
💙উল্লেখ্য, বলিউড তথা দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন নম্রতা শিরোদকর। ১৭ বছর আগে অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল বড় পর্দায়। এক সময়ের সফল মডেল তথা অভিনেত্রী নম্রতা মহেশ বাবুকে বিয়ে করে বেছে নিয়েছেন সাংসারিক জীবন।
আরও পড়ুন:🥀 ৮৯ বছরেও করলেন কামাল, ছেলের ছবির প্রিমিয়ারে এসে ফাটিয়ে নাচ ধর্মেন্দ্রর
আরও পড়ুন:꧅ মিনারেল ওয়াটার দিয়ে চুল ধুতেন লাগান ছবির কলাকুশলীরা! আর কী বিশেষ ব্যবস্থা করেছিলেন আমির?
꧃প্রসঙ্গত, ১৯৯২ সালে মিস ইন্ডিয়া হওয়ার পর বলিউডে পদার্পণ করেন নম্রতা। ১৯৯৮ সালে ‘জব পেয়ার কিসিসে হোতা হে’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। নম্রতার বোন শিল্পা ১৯৮৯ সালে মিঠুন চক্রবর্তী এবং রেখার সঙ্গে ‘ভ্রষ্টাচার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন বলিউডে। বর্তমানে দুজনেই বলিউড থেকে দূরে রয়েছেন এবং নিজের সংসার নিয়ে ব্যস্ত।