Indian Cricketers Child Name: মার্চ মাসেই বাবা হয়েছেন কে এল রাহুল। জন্মদিনের দিন ১৮ এপ্রিল মেয়ের নাম প্রকাশ্যে আনলেন তিনি এবং আথিয়া শেট্টি। ঈশ্বরের উপহার এই একরত্তির নাম রেখেছেন ইভারা। সাম্প্রতিক অতীতে আর কোন ভারতীয় ক্রিকেটার বাবা হয়েছেন, তাঁরা তাঁদের সন্তানদের নামই বা কী রেখেছেন?