𝄹 কুণাল কোহলি, বেশিরভাগ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেতাকে। সইফ আলি খানের সঙ্গে ‘হাম তুম’ এবং ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’ সিনেমায় কাজ করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই নবাব পুত্রের সঙ্গে বেশ ভালই সম্পর্ক এই অভিনেতার। গতকাল ভোররাতে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ঠিক কী বললেন কুণাল?
﷽এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে কুণাল বলেন, প্রথমত আমি একেবারেই মনে করি না এটা কোনও সামান্য ঘটনা। এটা সত্যি অদ্ভুত এবং একই সঙ্গে এটি মর্মান্তিক। তবে ঘটনাটি ঘটে যাওয়ার পর অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে বাড়ির ছোট শিশুদের ওপর কি প্রভাব পড়ছে?
আরও পড়ুন: ♎দুজনের বয়সের ফারাক ১৪ বছর! তাও কী দেখে স্ত্রীর প্রেমে পড়েন রঘু রাম?
আরও পড়ুন: 🔜মুক্তি পেতে না পেতেই ছোট পর্দায় সম্প্রচার গেম চেঞ্জার! আটক টিভি চ্যানেলের কর্মী
𝐆তিনি আরও বলেন, সইফের সঙ্গে যে ঘটনাটি ঘটে গেল, তারপর এই শহরটিকে খুব একটা নিরাপদ বলা যাচ্ছে না। তবে মুম্বই পুলিশ এবং মহারাষ্ট্র সরকারের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি মুম্বইতে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি। আমার মনে হয় এই ব্যাপারে মহারাষ্ট্র সরকার নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবেন।
ౠবৃহস্পতিবার ভোরবেলা আচমকাই বাড়িতে ঢুকে পড়ে এক অজানা ব্যক্তি। অভিনেতার সঙ্গে প্রাথমিক ধস্তাধস্তি হওয়ার পর আচমকাই তাঁকে ছুরি দিয়ে আঘাত করে ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে। সেখানেই করা হয় অপারেশন। গোটা একদিন আই সি ইউ তে রাখা হয় শর্মিলা পুত্রকে। আপাতত তিনি বিপদমুক্ত।
আরও পড়ুন: 💯দাবানলের কারণে বাতিল হচ্ছে না অস্কার, জানিয়ে দিল একাডেমির কর্মকর্তারা
আরও পড়ুন: 💞খারাপ সম্পর্ক বলেই….’, প্রাক্তন স্বামী সপ্তকের সঙ্গে বন্ধুত্ব নেই! মাতৃত্ব নিয়ে কী প্ল্যান মানালির?
𒁃প্রসঙ্গত, যে ব্যক্তি অভিনেতার বাড়িতে ঢুকে পড়েছিল সিসিটিভি ফুটেছে তাকে দেখা যায়। বান্দ্রা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। তবে ঘটনাটি ঘটা দু'ঘণ্টা আগে পর্যন্ত বাড়িতে কোনও সন্দেহবাজন ব্যক্তিকে প্রবেশ করতে দেখা যায়নি। মনে করা হচ্ছে, আগে থেকেই ওই ব্যক্তি বাড়িতে লুকিয়ে ছিল কোথাও। অনেকেই এই ঘটনার পেছনে লরেন্স বিষ্ণোইর হাত আছে বলে অনুমান করছেন।