⭕ লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কারণে ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন। হলিউডের বহু তারকাও হয়েছেন গৃহহীন। আপ্রাণ প্রচেষ্টার পরেও কিছুতেই বাগে আনা যাচ্ছে না আগুনকে। ঝড়ো হাওয়ার কারণে আরও বেশি ছড়িয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখা।
❀দুই দিন আগেই দ্যা সানের একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, দাবানলের কারণে ৯৬ বছরে প্রথমবার অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। এই বছর হয়তো এই অনুষ্ঠান উদযাপন করা যাবে না। একটা গোটা শহর অকল্পনীয় ক্ষতির সঙ্গে মোকাবিলা করছে, এই অবস্থায় দাঁড়িয়ে অনুষ্ঠানের জন্য বাড়তি খরচ করা সম্ভব হবে না।
আরও পড়ুন: ๊সইফকে নিয়ে উদ্বিগ্ন মা! সৌমিত্রর জন্মবার্ষিকীতে কলকাতায় আসবেন না শর্মিলা
আরও পড়ুন: ও‘প্রচণ্ড রাগী, অনেকে ভুল বোঝেন’, কার প্রেমে পড়ে ওজন ঝরাচ্ছেন ইন্দ্রদীপ? ফাঁস করলেন ‘মেয়ে’ ইমন
বাতিল হচ্ছে না অস্কার
♕দ্যা হলিউড রিপোর্টারের নতুন একটি প্রতিবেদন থেকে জানা গেছে, একাডেমির সিনিয়র ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রতিবছরের মতো এই বছরেও হবে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মনোনয়নের সময় কিছুটা বাড়ানো হয়েছে ঠিকই কিন্তু নির্ধারিত সময়ে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
♍তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও বাতিল করে দেওয়া হবে ১ লাখ ৪০ হাজার মূল্যের গুডি ব্যাগ। এই ব্যাগগুলি দেওয়া হয় জয়ীদের। এই ব্যাগে থাকে সুইচ আল্পসে তিন রাত থাকার সুযোগ, থাকে কসমেটিক্স সার্জারি, গয়না, এটি ১,২০০ ডলারের বারবিকিউ গ্রিল।
আরও পড়ুন: 𒉰‘সোজাসুজি জিগ্গেস করুন’, সইফকে ছুরি দিয়ে কোপানোর ঘটনা, সাংবাদিকের প্রশ্নে বিরক্ত শাহিদ!
ℱপ্রসঙ্গত, ২০২১ সালে বিশ্বজুড়ে যখন লকডাউন ছিল তখনও অস্কার বাতিল করা হয়নি। অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছিল দুই মাস। এই বছর ঠিক তেমনি কিছু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ জানুয়ারি ভার্চুয়াল ইভেন্টে মনোনীতদের নাম ঘোষণা করে দেওয়া হবে। তারপর অনুষ্ঠিত হবে আসল অনুষ্ঠান।
🎐দাবানলে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ২৫ জন মানুষ। ক্ষয়ক্ষতি হয়েছে বহু। জরুরী পরিষেবার অচলাবস্থা। গৃহহীন হয়েছেন ম্যান্ডি মুর, প্যারিস হিলটন সহ হলিউডের প্রথম সারির তারকারা। ৭ জানুয়ারি শুরু হওয়া দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। প্রায় ৪০ হাজার একর জমি পুড়ে ছারখার হয়ে গেছে। তবে এই দাবানলের পেছনে দূষণকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা।