𒈔 বলিউডের কোনও অভিনেত্রী না হলেও মাঝেমধ্যেই চর্চায় থাকেন শাহিদ কাপুর ঘরণী মীরা রাজপুত। অসামান্য ফ্যাশন সেন্স এবং সৌন্দর্যের জন্য মীরাকে ফলো করেন অনেকেই। নিজের ত্বকের যত্ন কীভাবে নেন মীরা, কোন প্রোডাক্ট ব্যবহার করেন, সেই বিষয় নিয়েই সম্প্রতি খোলামেলা কথা বললেন মীরা রাজপুত।
🅺মীরা রাজপুত সম্প্রতি একটি স্কিন কেয়ার ব্র্যান্ড লঞ্চ করেছেন, যার নাম Akind। এই ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্ট ব্যবহার করেন মীরা নিজেও। স্কিন কেয়ার সম্পর্কে কথা বলতে গিয়ে মীরা বলেন, অনেক সেলিব্রিটি রয়েছেন যারা যে ব্র্যান্ডের প্রচার করেন সেই ব্র্যান্ডের কোনও জিনিস ব্যবহার করেন না। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্য। আমি আমার ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্ট নিজে ব্যবহার করি। আমি যা প্রচার করি সেটা ব্যক্তিগত জীবনেও অনুসরণ করি।
আরও পড়ুন:✅ 'এটা অন্যায়...' মশলা ধোসার আইসক্রিম! কাণ্ড দেখে তাজ্জব নেটপাড়া
আরও পড়ুন:🦩 প্রতিদিন জ্যামিকে ফলো করছেন শঙ্কর, কে তিনি? কবে সামনে আসবে 'জাযা'র ঘটনা!
🌺মীরা আরও বলেন, আমার ঝলমলে ত্বকের গোপন রহস্যই হল আমার নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট। এটি শুধুমাত্র মেয়েদের জন্য নয়, এটি পুরুষদের জন্যও। শাহিদ নিজেও এই আমার ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে স্কিন কেয়ার করার জন্য। বাড়ি থেকে বের হলেই নো সেড প্রাইমার ব্যবহার করে ও।
♔একটি ঝলমলে ত্বক পাওয়ার জন্য প্রত্যেকদিন নিয়মিত স্কিন কেয়ার রুটিন মেনে চলা প্রয়োজন বলে মনে করেন শাহিদ ঘরনী। মীরার কথায়, প্রতিদিন নিয়ম করে দিনে দুবার মুখ পরিষ্কার করতে হয়। ক্লিনজিং টোনিং এবং মশ্চারাইজিং এই তিনটি ধাপে আপনি যদি প্রত্যেকদিন নিজের ত্বক পরিষ্কার করেন তাহলেই আপনার ত্বক থেকে সমস্ত মৃত কোষ দূর হয়ে যাবে। আপনার ত্বক হয়ে উঠবে মসৃণ এবং উজ্জ্বল।
আরও পড়ুন: 🐷শাহরুখ না হৃতিক, দলীপ তাহিলের মতে সেরা অভিনেতা কে? কী পার্থক্য দুই তারকার মধ্যে?
আরও পড়ুন: 🌱প্রথমবার একসঙ্গে সুর বাঁধলেন সোনু- বিশাল, কোন অ্যালবামে শোনা যাবে তাঁদের গান?
𝓀মীরা বলেন, তবে শুধু প্রডাক্ট ব্যবহার করলেই হবে না। প্রতিদিন নিয়মিত প্রচুর পরিমাণে জল এবং স্বাস্থ্যকর খাবার খেলে তবেই আপনি ভেতর থেকে হয়ে উঠবেন সুস্থ। একটি সুন্দর এবং স্বাস্থ্যকর ত্বক পেতে এই রুটিন আপনাকে ফলো করতেই হবে।