🥀 এখনও পর্যন্ত যতগুলি বন্দে ভারত এক্সপ্রেস বাংলায় চলে সবগুলিই হাওড়া থেকে ধরতে হয় যাত্রীদের। শিয়ালদা থেকে কোনও বন্দে ভারত এক্সপ্রেস নেই। আর তা নিয়ে কিছু যাত্রীদের মধ্যে না পাওয়ার একটা অনুযোগ ছিল। অথচ কাশীপুরে হচ্ছে রেল ইয়ার্ড। আর সেখানেই হবে বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের কাজ। এমনই পরিকল্পনা করেছে রেল। আর তাই ওই এলাকা পরিদর্শন করেছে এসেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার–সহ উচ্চপদস্থ অফিসাররা। এবার সাংবাদিক বৈঠক করে রেলের জেনারেল ম্যানেজার সুখবর শুনিয়ে দিলেন। রেল ইয়ার্ড গড়ে তোলার পাশাপাশি বন্দে ভারত নিয়েও দিলেন বড় খবর।
🍸বন্দে ভারত এক্সপ্রেস যখন বাংলায় প্রথম আসে তখন অনেকের নানা কৌতূহল তৈরি হয়েছিল। এখন নানা রুটে বন্দে ভারত এক্সপ্রেস ছুটছে বলে সেই কৌতূহল কেটেছে। বরং এখন তাড়াতাড়ি এবং বিলাসবহুল সফর করার জন্য বহু যাত্রীই বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কাটছেন। তাই শুধু এই বিশেষ ট্রেন হাওড়ায় সীমাবন্ধ থাকুক তা চান না যাত্রীরা। সেটা জানতে পেরেছেন রেলের কর্তারা। এবার বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে শিয়ালদাও। ইতিমধ্যেই শিয়ালদা থেকে বন্দে ভারত চালানোর বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রেল বলে জানালেন মিলিন্দ কে দেউস্কর।
আরও পড়ুন: মমতা–পার্থ কথা জেলে বসেই! শুভেন্দুর অভিযোগে কড়া জবাব দিলেন প্রাক্তন মন্ত্রী
কতদিন অপেক্ষা করতে হবে? বন্দে ভারত এক্সপ্রেস শিয়ালদায় পেতে আর কয়েক মাস অপেক্ষা করতে হবে। আবার হাওড়া থেকে কবচ যুক্ত ইএমইউ ট্রেনগুলি চালানোর পরিকল্পনাও করা হয়েছে। এই প্রকল্পের বাস্তবায়িত করতে ৩ মাস সময় লাগতে পারে বলে জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর। হাওড়া স্টেশন থেকে ধানবাদ সংলগ্ন ছোটা আমবানা পর্যন্ত এই প্রকল্পের কাজ আগামী ৩ মাসের মধ্যে হয়ে যাবে বলে জানান তিনি। শিয়ালদা থেকে বন্দে ভারত এক্সপ্রেস হয়ে গেলে যাত্রীদের অনেক সুবিধা হবে। এই কথা ভেবেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিয়ালদা থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে রেলের আয়ও বাড়বে। তার সঙ্গে যাত্রী সুবিধা হবে। বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয়েছিল হাওড়া–নিউ জলপাইগুড়ি রুটের মধ্যে। সেদিনের স্মৃতি অনেকেই ধরে রেখেছেন স্মার্টফোনে। এখন বন্দে ভারত এক্সপ্রেস আরও বাড়ুক তা চান যাত্রীরা। এই চাহিদার কথা মাথায় রেখেই এখন বাংলার বন্দে ভারতের সংখ্যা পর পর বাড়তে শুরু করেছে। এখন হাওড়া–নিউ জলপাইগুড়ি, হাওড়া–পুরী, নিউ জলপাইগুড়ি–গুয়াহাটি, হাওড়া–পাটনা, হাওড়া–রাঁচি, নিউ জলপাইগুড়ি–পাটনা রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। তাতে যাত্রীদের সুবিধা হচ্ছে ঠিকই। তবে শিয়ালদা থেকে হলে আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।