মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলে বসেই কথা বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনই দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেনꦡ্দু অধিকারী। জেলে বসেই পার্থ চট্টোপাধ্যায় একাধিক সুযোগ–সুবিধা পাচ্ছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার সেই প্রসঙ্গে পাল্টা জবাব দিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার প্রায় সাড়ে তিন বছর পরে শুরু হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিচারপর্෴ব। আজ কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। রুদ্ধদ্বার আদালত সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
এখানেই আজ পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের যেমন প্রশ্নের উত্তর দেন তেমনই কিছু কথা আইনজীবীদেরও বলেছেন। সোমবার শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। আমি আগের কথা বলছি না। সম্প্রতিক কথা বলব। পার্থ যেদিন চান বেলের মোরব্বা খান। যে দিন চান খাসির মাংস খান। গত দুর্গাপুজোর অষ্টমীতে লুচি–ছোলার ডাল খেয়েছেন। আমি বরাবরই দাবি করি পশ্চিমবঙ্গের বাইরে এই মামলাগুলি নিয়ে যাওয়া🦩 উচিত।’ আর আইনজীবীদের একাংশ আজ জানান, পার্থ চট্টোপাধ্যায় আদালতে বলেন, ‘বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে🔯। সত্য একদিন সামনে আসবে।’
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের নির্দেশে ক্লোজ নিউটাউন থানার ওসি, পুলিশকে ধমক বিচারপতির
এরপর ২০২২ সালের জুলাই মাসে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতারের পর তাঁকে দলের সব পদ থেকে সরিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তখনই তাঁর ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত অভিনেত্রী তথা মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা, গয়না বাজেয়াপ্ত করেছিল ইডি। গ্রেফতার করা হয়েছিল অর্পিতাকেও। কিছুদিন আগে অবশ্য এই মামলাতে জামিন পেয়ে বাইরে এসেছেন অর্পিতা।
আদালত থেকে যখন বেরিয়ে আসছিলেন পার্থ চট্টোপাধ্যায় তখন তাঁকে প্রশ্ন করা হয়। শুভেন্দু অধিকারী দাবি করছেন আপনি জেলে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন মোবাইলে। কী বলবেন? তখনই কড়া জবাব দিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘পাগলে কি না বলে ছাগলে কি না খায়।’ অর্থাৎ শুভেন্দুর দাবি এবং অভিযোগকে তিনি বিন্দুমাত্র🐼 আমল দিতে চাইছেন না। আর এই দাবি যে সর্বৈব মিথ্যা সেটাও বুঝিয়ে দেন তিনি।