ডাক্তার প্রেমিক তথাগত চট্টোপাধ্যায় এখন অতীত। ঋতাভরীর সে প্রেম ভেঙেছে সে কবেই। বর্তমান শুধু সুমিত অরোরা। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন সুমিত-ঋতাভরী। ইতিমধ্যেই তাঁদের বাগদান হয়ে গিয়েছে। কিন্তু কে এই ঋতাভরী চক্রবর্তীর হবু বཧর সুমিত অরোরা?
অনেকেই হয়ত চেনেন না সুমিত অরোরাকে। চলুন তাই তাঁর সম্পর্কে জেনে নে🦋ওয়া যাক…।
সুমিত বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্তা। তিনি পেশায় চিত্রনাট্যকার তথা লেখক। অনেকেই হয়ত জানবেন না। বলিউডের একাধিক হিট সিনেমার চিত্রনাট্য লিখেছেন এই সুমিত অরোরা। খোদ কিং খান শাহরুখের সেই ব্লক🐎বাস্টার ছবি ‘জওয়ান’ থেকে শুরু করে, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’, 'গিন্নি ওয়েডস সিন্নি', '৮৩', 'বেবি জন', 'দেবা', ‘অল ইজ ওয়েল’,'হোয়াইট শার্ট'-এর মতো ছবির সংলাপ লিখেছেন তিনি। আবার 'দ্য ফ্যামিলি ম্যান', ‘দ্যা সিলেকশন ডে’, ‘গানস অ্যান্ড গুলাব’, ‘সিটাডেল: হানি বানি’, ‘দাহাদ’-এর মতো ওয়েব সিরিজের ডায়ালগ লিখেছেন।
এখানেই শেষ নয়। আবার বহুদিন ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গেও যুক্তি সুমিত অরোরাౠ। 'ছুনা হ্যায় আসমান', ‘দিল মিল গ্য়য়া’, ‘২৪’, 'ভাস্কর ভারতী', 'সাদ্দা হক"-এর মতো টেলিভিশন সিরিয়ালেরও চিত্রনাট্য় লিখেছেন তিনি।
শুধু তাই নয়, বলিউডে কাজ করে সুমিত অরোরা পকেটা পুরেছেন একাধিক অ্যাওয়ার্ড। ঋতাভরীর🧔 হবু স্বামীর ঝুলিতে জওয়ান, ৮৩, স্ত্রী-র জন্য রয়েছে বেস্ট ডায়ালগ-এর ফিল্ম ফেয়ার পুরস্কার। আবার OTT-তে দ্য়া ফ্য়ামিলি ম্যান-এর জন্য ও জিতেছেন বেস্ট ডায়ালগের ফিল্ম ফেয়ার পুরস্কার। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে জি সিনে অ্যাওয়ার্ড, স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড।
প্রসঙ্গত, 'জওয়ান'-এর ডায়ালগ লেখার জন্য খোদ কিং খান শাহরুখের প্রশংসাও জুটেছে সুমিত অরোরার ভাগ্যে। এর আগে সোশ্যাল মিডিয়ায় ‘বাদশা’ শাহরুখ ও পরিচালক অ্যাটলির সঙ্গে ছবিও 🍌পোস্ট করেছিলেন সুমিত।
আরও পড়ুন-'পু𝓡রানো সেই দিনের কথা…', চাহালে মজে! অতীতে ফিরে গেল𒅌েন প্রীতি