ভিন্ন ভিন্ন দিনে, আলাদা শিফটে নয়, বরং ২০২৫ সালের নিট ইউজি একই দিনে একই শিফটে অনুষ্ঠিত হবে। এবং তা হবে 'অফলাইন মোডে' খাতায় কলমে (ওএমআর)। সম্প্রতি এমনটাই জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এর আগে ২০২৪ সালের নভেম্বরে দাবি করা হয়েছিল, স্নাতকস্তরে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ইউজি পরীক্ষা অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২০২৫ সালের নিট ইউজি অফলাইনেই করানোর সিদ্ধান্ত নিল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। (আরও পড়ুন: রাজ্যগুলির সাথেও আল𓆉োচনা... 💖অষ্টম বেতন কমিশন নিয়ে কী বলল কেন্দ্রীয় সরকার?)
আরও পড়ুন: টক্সিক অফি൲স, অভিযোগ কর্মীদের, বিতর্কের আবহে মুখ 𒈔খুললেন ইনফোসিস CEO
উল্লেখ্য, বৃহস্পতিবার ১৬ জানুয়ারি নিট ইউজি নিয়ে আলোচনা হয় শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রকের। সেখানেই আলোচনা করা হয় যে এবারের পরীক্ষা অনলাইনে হবে নাকি অফলাইনে। সেই বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে এবারের পরীক্ষাটি অফলাইনেই অনুষ্ঠিত হবে। এই নিয়ে এজেন্সি এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট - nta.ac.in -এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই অফিসিয়াল নোটিশে বলা হয়েছে, 'ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-র সিদ্ধান্ত অনুসারে জানানো হচ্ছে যে এনইইটি ইউজি ২০২৫ পেন এবং পেপার মোডে (ওএমআর ভিত্তিক) একদিনে এবং একই শিফটে পরিচালিত হবে।' (আরও পড়ুন: যাত্রীদের💃 জন্যে সুখবর, যাত্রা সহজ করতে নয়া পরিষেবা চালু কলকাতা বিমানবন্দরে)
আরও পড়ুন: তলানিতে ভাﷺরতীয় মুদ্রার দাম, এরই মাঝে রুপির ব্যবহার বা🐬ড়াতে বড় সিদ্ধান্ত RBI-এর
উল্লেখ্য, নিট ইউজি-র জন্য কম্পিউটার-ভিত্তিক টেস্ট (সিবিটি) মোড চালু করার ধারণাটি নতুন নয়। এর আগে বেশ কয়েকবার এই নিয়ে আলোচনা করা হয়েছিল। তবে গত বছর প্রশ্নপত্র ফাঁস বিতর্কের পর পরীক্ষা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সেই নিয়ে দাবি করা হয়, ২০২৫ সাল থেকেই অনলাইনে হতে পারে নিট ইউজি। তবে শেষ পর্যন্ত ১৬ জানুয়ারির বৈঠকের পরে জানিয়ে দেওয়া হল, আপাতত অফলাইনেই হবে এই পরীক্ষা। (আরও পড়ুন: প্ꦬরাইভেট গাড়ির জন্যে হাইওয়েতে নয়া 🐬'টোল ব্যবস্থা'র ভাবনা সরকারের, জানালেন গডকড়ি)
আরও পড়ুন: ফের ভাঙল SpaceX-এর স্টারশিপ, ই🀅লন মাস্ক বললেন - ‘সাফল্য 🥀না এলেও বিনোদন নিশ্চিত’
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ন্যাশ🧜নাল মেডিকেল কমিশনের পক্ষ থেকে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ইউজি পরিচালনা করে আসছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। সমস্ত মেডিকেল প্রতিষ্ঠানে স্নাতক স্তরে মেডিক্যাল শিক্ষায় ভর্তির জন্য মেডিকেল প্রবেশিকা হিসেবে এই পরীক্ষা পরিচালিত হয়। উল্লেখ্য, এমবিএসএস কোর্সের জন্য দেশে মোট ১ লাখ ৮ হাজার আসন রয়েছে। সরকারি হাসপাতালে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা প্রায় ৫৬ হাজার এবং বেসরকারি কলেজে তা প্রায় ৫২ হাজার। ডেন্টিস্ট্রি, আয়ুর্বেদ, ইউনানি এবং সিদ্ধায় স্নাতক কোর্সে ভর্তির জন্যও নিট-এর ফলাফল ব্যবহার করা হয়। এর আগে ২০২৪ সালে ২৪﷽ লক্ষেরও বেশি প্রার্থী NEET UG পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষাটি ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত হয়েছিল এবং ফলাফল ২০২৪ সালের জুলাই মাসে ঘোষণা করা হয়েছিল। আরও সম্পর্কিত তথ্যের জন্য প্রার্থীরা NEET UG-এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন।