🔯 গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। আর তারপরেই ভারত এবং সারা বিশ্ব থেকে কোটি-কোটি ভক্ত, সাধু, সন্ন্যাসী ভিড় করেছেন প্রয়াগরাজের গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে। সেই ভিড়ের মধ্যেই মহাকুম্ভে পবিত্র পূণ্যস্নান সারলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। খালি গায়ে সাদা ধুতি পরেই শনিবার পবিত্র ত্রিবেণীতে পবিত্র স্নান সারেন তিনি। তাঁর সঙ্গে রাজ্যসভার সদস্য সুধাংশু ত্রিবেদী। এদিন প্রতিরক্ষা মন্ত্রীর পুণ্যস্নানকে ঘিরে মহাকুম্ভে নিরাপত্তা আরও বেড়ে যায়।
আরও পড়ুন: 🍬মহাকুম্ভে ডুব দিতেই জীবন দর্শন, সনাতন ধর্মগ্রহণ করতে চান স্টিভ জোবসের স্ত্রীর
𒊎জানা যায়, বিকেলে প্রয়াগরাজ পৌঁছান প্রতিরক্ষা মন্ত্রী। বামরাউলি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মন্ত্রী নন্দগোপাল গুপ্ত। সেখান থেকে হেলিকপ্টারে করে ডিপিএস মাঠে নির্মিত হেলিপ্যাডে পৌঁছান তিনি। প্রতিরক্ষামন্ত্রী প্রথমে সঙ্গমে স্নান সারেন। স্নানের সময় তিনি, ‘সনাতন কী জয়, গঙ্গা মাইয়া কী জয়’ উচ্চারণ করেন। মন্ত্র উচ্চারণের মধ্যে তিনি গঙ্গাজল সংগ্রহ করে ভগবান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন এবং জাতির মঙ্গল কামনা করেন।
💝এরপরে সঙ্গম থেকে ভিআইপি ঘাটে নেমে অক্ষয়বত করিডোরে অক্ষয়বত দর্শন করেন। প্রতিরক্ষামন্ত্রী পরে পাতালপুরী মন্দির ও সরস্বতী মন্দির পরিদর্শন করেন। সেখান থেকে বেরিয়ে হনুমানজি মন্দিরে পৌঁছান। সেখানে বিশেষ পুজো করা হয়। পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কুম্ভমেলা পরিদর্শন করেন এবং সার্কিট হাউসের দিকে রওনা দেন। মহাকুম্ভে সন্ত্রাসী হামলার আশঙ্কা ও বোমা পাওয়া যাওয়ার গুজবের পরিপ্রেক্ষিতে করা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও তথ্য নেন তিনি।
🐼এদিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘এটা সত্যিই সৌভাগ্যের বিষয় যে ঈশ্বর তাঁকে এখানে আসার সুযোগ দিয়েছেন। মহাকুম্ভে সঙ্গমে স্নান করার পর আমি কৃতজ্ঞ বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘এই মহাকুম্ভ ভারতীয় সংস্কৃতির একটি আধ্যাত্মিক উৎসব। এটি বৈদিক জ্যোতির্বিদ্যার ঘটনাগুলির উপর ভিত্তি করে হয়ে থাকে। বিদেশিরাও এখানে এসে খুশি। গঙ্গা, যমুনা এবং সরস্বতীর পবিত্র ,ংদম সনাতন ধর্মের আধ্যাত্মিকতা এবং সামাজিক সম্প্রীতির প্রতীক। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে মহাকুম্ভের বার্তা হল ভারত এক দেশ থাকবে।’ মহাকুম্ভের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি মহাকুম্ভে প্রশাসনিক প্রশাসনিক ব্যবস্থারও প্রশংসা করেছেন।