এক ওভারে মোট ১১টি বল করলেন RR পেসার, নাম তুললেন IPL-এর অবাঞ্ছিত রেকর্ডের তালিকায়
Updated: 16 Apr 2025, 10:14 PM ISTকলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের শার্দুল ঠাকুরও এক ওভারে ১১টি বল করেছিলেন। এবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেই একই অবাঞ্ছিত নজির গড়লেন সন্দীপ শর্মা। এই যন্ত্রণার নজির রয়েছে মহম্মদ সিরাজ, তুষার দেশপাণ্ডেরও।
পরবর্তী ফটো গ্যালারি