🙈 ডিফেন্সের গলদ, গোল হজম, পয়েন্ট নষ্ট- এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের একের পর এক ম্যাচে সেই ঘটনা ঘটে চলেছে। শনিবার ডার্বিতেও মোহনবাগান সুপার জায়ান্টের জেমি ম্যাকলারেন যে গোলটা করলেন, তাতে ইস্টবেঙ্গল ডিফেন্সকে মোটেও ‘ক্লিনচিট’ দেওয়া যাবে না। বরং ডিফেন্সের ফাঁকটা আরও একবার বেআব্রু হয়ে গিয়েছে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে। আর তা নিয়ে ম্যাচের পরে চূড়ান্ত বিরক্তিপ্রকাশ করলেন ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো। পরপর ম্যাচে ডিফেন্স যে ডোবাচ্ছে, তা নিয়ে তিনি যে কতটা তিতিবিরক্ত, সেটা বোঝাতে একেবারেই কুণ্ঠাবোধ করেননি লাল-হলুদ কোচ। কোনওরকম রাখঢাক না করে লাল-হলুদ ব্রিগেডের হেড কোচ জানান, তাঁর ডিফেন্ডাররা ‘ক্রেজি (Crazy) মিসটেক’ করছেন। আর মোহনবাগানকে তো ‘ক্রিসমাস গিফট’ দেওয়া হয়েছে।
‘ফল ভুগতে হচ্ছে আমাদের’, তিতিবিরক্ত অস্কার
🅘ইস্টবেঙ্গলের হেড কোচের কথায়, ‘ক্রেজি (Crazy) মিসটেক। মারাত্মক। আমাদের ডিফেন্স ভয়ংকর ভুল করেছে। যখন দলকে মজবুত লাগছে, প্রতিপক্ষ চাপ তৈরি করতে পারছে না, তখন বলটা ক্লিয়ার না করে আমরা মোহনবাগানকে ক্রিসমাসের উপহার দিলাম। গত ম্যাচেও এরকম হয়েছিল। এই ম্যাচেও সেটা হল। এরকম ঘটনাগুলির ফল ভুগতে হচ্ছে আমাদের।’
ডিফেন্সের ভুলে এত শোচনীয় দশা ইস্টবেঙ্গলের
ꦜআর সত্যিই ফল ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। ডিফেন্সের লাগাতার ভুলের জন্য ১৫টি ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের ঝুলিতে রয়েছে মাত্র ১৪ পয়েন্ট। আইএসএলের পয়েন্ট তালিকায় রয়েছে ১১ নম্বরে। ডিফেন্সের ওরকম একাধিক ভুল না হলে এবং রেফারির কয়েকটি সিদ্ধান্ত লাল-হলুদের পক্ষে গেলে পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গলের অবস্থা এতটাও খারাপ দেখাত না। বরং প্রথম ছয়ের মধ্যে শেষ করার জন্য প্রবলভাবে লড়াইয়ে থাকত (এখনও আছে, কিন্তু কাজটা বেশ কঠিন)।
হিজাজি, হেক্টরকে ছেঁটে ফেলার দাবি উঠেছে
🅠আর সেই পরিস্থিতিতে হিজাজি মাহের, হেক্টর ইউস্তের মতো বিদেশি ডিফেন্ডারদের নিয়ে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে। তাঁদের বাদ দেওয়ারও দাবি উঠেছে। এই মরশুম শেষেই তাঁদের ছেড়ে দেওয়ার দাবি তুলেছেন অনেকেই। আর তারইমধ্যে প্রকাশ্যে কোনওরকম রাখঢাক না করে ডিফেন্সের উপরে বিরক্তিপ্রকাশ করলেন ইস্টবেঙ্গল কোচ। বোঝাতে চাইলেন নিজের আক্ষেপটা।
আরও পড়ুন: ඣISL 2024-25: ১১ ম্যাচ পরে জয় পেল মহমেডান! কাসিমোভের গোল, ১-০ হারাল বেঙ্গালুরুকে
🐽তবে সেইসঙ্গে রেফারিং নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন লাল-হলুদ ব্রিগেডের হেড কোচ। বিশেষত ডার্বিতে একটা নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। সৌভিক চক্রবর্তীকে দুটি হলুদ কার্ডের জন্য লাল কার্ড দেখানো হয়। কিন্তু প্রথম হলুদ কার্ডটা নিয়ে বিতর্ক রয়েছে। তাছাড়া আগের একাধিক ম্যাচেও যে রেফারিং হয়েছে, তা নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন ইস্টবেঙ্গলের হেড কোচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।