শনিবার সল্টলে🦋কের যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের হাই-ভোল্টেজ ফাইনালে সম্মুখসমরে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। ইতিমধ্যেই চলতি আইএসএলের লিগ শিল্ডের দখল নিয়েছে সবু⛄জ মেরুন শবির। এবার ফাইনালে বেঙ্গালুরুকে হারাতে পারলে কাপ জয়ের সঙ্গে মোটা টাকা আর্থিক পুরস্কারও ঘরে তুলবে মোহনবাগান।
আইএসএলের চলতি মরশুমের জন্য আলাদা করে পুরস্কার মূল্য ঘোষণা করেনি এফএসডিএল। তবে গত বছরের 😼হারেই যদি আর্থিক পুরস্কার দেওয়া হয়, তবে চ্যাম্পিয়ন হলে মোহনবাগান কত টাকা পেতে পারে, দেখে নেওয়া যাক হিসাব। জেনে নেওয়া যাক রানার্স দলের পকেটে ঢুকবে কত টাকা।
আইএসএলে কাদের কত টাকা প্রাইজ মানি দেওয়া হয়
১. আইএ🐻সএলে ২০২১-২২ মরশুম থেকে শিল্ডজয়ীদের দেওয়া হয় ৩ কোটি ৫০ লক্ষ টাকা। অর্থাৎ, নক-আউটের আগে লিগ চ্যাম্পিয়ন হওয়া দল পꦍায় এই পরিমাণ অর্থ।
২. ফাইনালের বিজয়ী দল অর্থাৎ আইএসএল চ্যাম্পিয়ন দলকে দেওয়া 🦋হয় আলাদা করে ৬ কোটি টাকা।
৩. আইএসএলের রানার্সꦡ দল, অর্ꦰথাৎ ফাইনালে হেরে যাওয়া দলকে দেওয়া হয় ৩ কোটি টাকা।
৪. আইএসএলের সেমিফাইনালে হ🐈েরে যাওয়া দুই দলকে দেওয়া হয় ১ কোটি ৫০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার।
অর্থাৎ, লিগ শিল্ডজয়ী (৩.৫ কোটি), চ্যাম্পিয়ন (৬ কোটি), রানার্স (৩ কোটি) ও দুই সেমিফাইনালিস্ট (১.৫+১.৫)💙 মিলিয়ে আইএসএলে মোট আর্থিক পুরস্কার দেওয়া হয় ১৫.৫ কোটি টাকা। উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়র লিগের চ্যাম্পিয়ন দলকেই শুধু ২০ কোটি টাকা আর্থিক পুরস্কার দেয় বিসিসিআই।
আরও পড়ুন:- বিধ্বস্ত চার দেওয়াল, চিপক দুর্গের পতনে সম্রাট ধোনির বিদায় সময়ের অপেཧক্ষ♏া?
চ্যাম্পিয়ন হলে মোহনবাগান কত টাকা পাবে
এই নিরিখে মোহনবাগান সুপার জায়ান্ট লিগ শিল্ড জিতে ইতিমধ্যেই নিশ্চিত করেছে ৩ কোটি ৫০ লক্ষ টাকা। তারা যদি শনিবার যুবভারতীর ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দেয়, তবে আরও ৬ কোটি অর্থাৎ, (৩.৫+৬) মোট ৯.৫ কোটি টাকা আর্থিক পুরস্কার পাবে। ফাইনালে হেরে গেলে বে✤ঙ্গালুরু এফ﷽সি পাবে ৩ কোটি টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল জামশেদপুর এফসি ও এফসি গোয়া ১ কোটি ৫০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার নিশ্চিত করেছে।
আরও পড়ুন:- ℱPSL 2025 শুরুর আগেই হাড় হিম করা দুর্ঘটনা, বড় বিপদ থেকে বাঁচলে෴ন ক্রিকেটাররা
মোহনবাগান যদি শনিবারের ফাইনালে বেঙ্গালুরু এফসির কাছে হেরে যায়♎, তবে তারা (৩.৫+৩) মোট ৬ কোটি ৫০ লক্ষ টাকা পুরস্কার পাবে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে বেঙ্গালুরু এফসি পাবে ৬ কোটি টাকা।
এছাড়া আইএসএলের গোল্ডেন বলܫজয়ী প্লেয়ারকে ৫ লক্ষ টাকা এবং গোল্ডেন বুট ও গ্লাভসজয়ী খেলোয়াড়কে ৪ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দিয়ে থাকে আয়োজকরা। ম্যাচের স♈েরা ফুটলারের জন্য বরাদ্দ থাকে আর্থিক পুরস্কার।
আরও পড়ুন:- ডেভিড ওয়ার্নার থেকে সিকন্দর রাজা, IPL♌ নিলামে অবিক্রিত ক্রিকেটারদের ভিড় PSL 202𝓡5-এ
আইএসএলে কোন কোন বিভাগে পুরস্কার দেওয়া হয়
১. আইএসএল লিগজয়ী।
২. আইএসএল কাপজয়ী।
৩. গোল্ডেন বল।
৪. গোল্ডেন বুট।
৫. গোল্ডেন গ্লাভস।
৬. এমার্জিং প্লেয়ার অফ দ্য লিগ।
৭. বেস্ট পিচ।
৮. গ্রাসরুট অ্যাওয়ার্ড।
৯. বেস্ট এলিট ইউথ প্রোগ্রাম।