সাইবার জালিয়াতরা বেনামী সিম কার্ড ব্যবহার করে আগে প্রতারণার কাজ চালাতেন। কিন্তু কঠোর নিয়মকানুন এই প্রতারণা চক্রকে দুর্বল করে দিয়েছে। তাই এখন, স্ক্যাম করার জন্য নতুন ফꦰন্দি এঁটেছেন তাঁরা। এপিকে ফাইল পাঠিয়ে সিম কার্ড ক্লোন করে ঠকানো হচ্ছে নিরীহ মানুষদের। উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলার বেশ কয়েকজন ইতিমধ্যেই এমন কেলেঙ্কারির শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে ঝাড়গ্রামের ডিএসপি (সাইবার ক্রাইম) সব্যসাচী ঘোষ মোবাইল ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলেছেন।
আরও পড়ুন: (মোবাইলের জন্য ফ্রি ইনট্রানেট টিভি, দেশে WIFI রোমিং! পুদুচেরিতে শুরু ಞBSNL-এর দারুণ পরিষেবা)
‘এপিকে ফাইল’ স্ক্যামের কথা জানাজানি হয় যেভাবে
জানা গিয়েছে, পরিচিত🍌 ব্যক্তির নম্বর থেকে পিএম কিষাণ যোজনা নামে একটি এপিকে ফাইল এসেছিল ভিকটিমের হোয়াটসঅ্যাপে। বিশ্বাস করে এই ফাইলটি ডাউনলোড করে𒁏 বসেন তিনি। এরপরেই বিপদ। দেওঘরে একই নম্বরের সিমকার্ড চালু করে প্রতারকরা। চাপে পড়ে বিষয়টি ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় জানালেই সামনে আসে ‘এপিকে ফাইল’ স্ক্যামের কথা।
কীভাবে এই স্ক্যাম করা হয়েছে
প্রতারকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিএম কিষাণ যোজনা 💮বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সরকারি প্র🐬কল্পের নামে এপিকে ফাইল পাঠান।
- ভিকটিম প্রতারণা ধরতে না পেরে ফাইলটি ডাউনলোড করে বসেন।
- অজান্তেই তাঁদের মোবাইল নম্বরে প্রতারকদের অ্যাক্সেস দিয়ে ফেলেন।
- এরপর প্রতারকরা ওই ভিকটিমের নম্বর ক্লোন করে অন্য জায়গায় গিয়ে নিজেদের সিম কার্ড সক্রিয় করেন।
- একই ফাইল ওই ভিকটিমের পরিচিতিদের কাছে পাঠানো হয়।
- যার ফলে তাঁরাও বুঝতে না পেরে এই কেলেঙ্কারীর জালে জড়িয়ে পড়েন।
- প্রতারিত ব্যক্তি নতুন করে কোনও সিমকার্ডও তুলতে পারেন না।
কীভাবে নিরাপদে থাকবেন
- হোয়াটসঅ্যাপে কোনও অজানা এপিকে ফাইল পেলে, এটিতে ক্লিক করবেন না।
- অপরিচিত নম্বর বা গ্রুপ থেকে আসা এপিকে ফাইলগুলি ডিলিট করে ফেলুন৷
- এমনকি যদি তারা বন্ধু বা পরিবারের কাছ থেকে এসেছে বলে মনে হলেও আগে নিশ্চিত হয়ে নিন।
- আপনার ব্যক্তিগত তথ্য এবং মোবাইল নিরাপত্তা রক্ষার জন্য সতর্ক ও সজাগ থাকুন।
- ইতিমধ্যেই ফাঁদে পড়লে, জালিয়াতি রোধ করতে অবিলম্বে নিকটস্থ পুলিশ স্টেশন বা ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।