মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের নামে যে ধ্বংসলীলা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় চলেছে, তার জেরে প্রাণ গিয়েছে অন্তত তিনজনের। নষ্ট হয়েছে অনেক সম্পত্তি। অনেকের বাড়িতে সঞ্চিত টাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। কারও গোটা বাড়িটাই পুড়িয়ে দেওয়া হয়েছে। কারও আবার দোকানে লুটপাট চালানো হয়েছে। এই আবহে হিংসা কবলিত এলাকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে ও আক্রান্তদের সহযোগিতার জন্য তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ। (আরও পড়ুন: দরগাহ ভাঙার নোটিশে দ্রুত শুনানি হল না কে🥀ন? হাইকোর্টকে কড়া প্রশ্ন শীর্ষ আদাল✃তের)
আরও পড়ুন: সীমান্ত এ♋লাকায় যেখানে হিন্দু কম, সেখানে তাঁদের অ🐭স্ত্র রাখতে দেওয়া হোক: শুভেন্দু
আরও পড়ুন: সেক্স পোজিশন নিয়ে ঠাট্টা করে হিন্দুদের অপমান, HC-তে চলল মন্ত্🀅রীর বক্তব্য, তারপর…
উল্লেখ্য, মুর্শিদাবাদ হিংসায় এনআই তদন্তের নির্দেশ এবং কমিটি গঠনের দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল ও আইনজীবী সংযুক্তা সামন্ত। এই আবহে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশে মামলার শুনানি হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। হাইকোর্ট অবশ্য জানিয়েছে, এই মামলায় এখনই এনআইএ তদন্তের প্রয়োজন নেই। যদিও আদালত জানিয়েছে, কেন্দ্র চাইলে নিজস্ব ক্ষমতা বলে এনআইএকে তদন্তভার দিতেই পারে। তবে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই কমিটি হিসার জেরে ঘরছাড়াদের শনাক্ত করবে। এছাড়া ক্ষতিগ্রস্ত সম্পত্তির হিসেব করবে তারা। পাশাপাশি এই হিংসার ঘটনায় কত এফআইআর হয়েছে তা খতিয়ে দেখবে কমিটি। কেউ এফআইআর করতে অক্ষম হলে তাদের সাহায্য করবে এই কমিটি। (আরও পড়ুন: মুর্শিদাবাদে ওয়াকফ হিংসা নিয়ে ভারতকে 'জ্ঞান' দিতে এসেඣ সপাটে 'চড়' খেল বাংলাদেশ!)
আরও পড়ুন: কীভাবে 'প্রেম' দিলীপ ঘোষ ও রিঙ্কু মজꦺুমদারের? কোথায় প্রথম দেখা দু'জনের?
এদিকে আদালতে শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, হিংসার জেরে ৩৮টি পরিবার ঘরছাড়া হয়েছিল এবং তারা সকলেই নাকি নিজেদের বাড়িতে ফিরে এসেছে। অপরদিকে পুলিশ সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করে তদন্ত চালাচ্ছে। এখনও পর্যন্ত জঙ্গিপুর পুলিশ জেলায় ২৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। এদিকে এলাকর সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকার পদক্ষেপও করেছে বলে কল্যাণ দাবি করেন হাইকোর্টে। বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিব🐎রেওয়াল মালদায় গিয়ে ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। উচ্চ আদালত এই আবহে তাঁকে মালদায় যেতে অনুমতি দিয়েছে।