সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের ধুলিয়ানে আন্দোলনের আগুন ꩲযত ছড়িয়েছে, ততই পার্শ্ববর্তী গঙ্গায় বেড়েছে একের পর এক ডিঙি নৌকার সংখ্যা! সেই সমস্ত ডিঙি নৌকায় সওয়ার হয়েই ধুলিয়ান ছেড়ে, নদী পেরিয়ে পাশের জেলা মালদার কালিয়াচক-৩ ব্লকের অন্তর্গত পার🤡লালপুর গ্রামে পৌঁছেছেন শত শত মানুষ!
সূত্রের দাবি, এই শত শত মানুষের মধ্যে সকলেই আদতে ধুলিয়ানের বাসিন্দা। কিন্তু, অশান্তির আঁচ থেকে বাঁচতে ভিটে-মাটির মায়া ত্যাগ করে, কার্য൲ত প্রাণ হাতে করে পাশের জেলায় পালিয়ে এসেছেন তাঁরা। ঘরছাড়াদের একটা বড় অংশই হলেন নানা বয়সের মহিলা। সঙ্গে রয়েছে দুধের শিশু থেকে শুরু করে নাবালক-নাবালিকারা, রয়েছেন বাড়ির পুরুষ সদস্যদেরও কেউ কেউ!
স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন মর্মান্তিক ও আতঙ্কের দৃশ্য তাঁরা আগে কখনও দেখেননি। সব মিলিয়ে অন্তত ৪০০ মানুষ ধুলিয়ান থেকে মালদার পারলালপুর গ্রামে আশ্রয় নিয়েছেন। বর্তমানে তাঁরা ঠাঁই নিয়েছেন পারলালপুর হাইস্কুলে। জানা গিয়েছে, আশ্রিতরা ধুলিয়ানের ১৬ নম্বর ওয়ার্ডের বেতবোনা, বাজꦺারপাড়া, হাতিচিত্রা-সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা।
এই দুর্দিনের ঘরছাড🍰়া মানুষগুলোর দিকে সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পারলালপুর গ্রামের বাসিন্দারাই। যাঁর যেরকম ক্ষমতা, সেই মতোই আশ্রিতদের জন্য খাবার, পানীয় জল প্রভৃতির ব্যবস্থা করেছেন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকেও আশ্রিতদের জন্য খাবার-সহ নানা ধরনের ত্রাণ বণ্টনের ব্যবস্থা করা হয়।
যদিও এ নিয়েও রাজনীতি চলছে। বিজেপির দাবি, 💙আক্রান্ত আশ্রিতদের যা খাবার ও পানীয় জল প্রভৃতি দেওয়া হয়েছে, সবকিছুরই ব্যবস্থা নাকি তারা করেছে। আর, তৃণমূলের দাবি - আশ্রিতদের জন্য সমস্ত ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।
তাঁদের নিয়ে এই দড়ি টান🤡াটানির মধ্য়েই আশ্রিতরা বলছেন, তাঁরা জানেন না, কবে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন।🍎 কারণ, ঘর ছাড়ার আগে তাঁরা যে দৃশ্য দেখেছেন, তা ছিল ভয়ঙ্কর! তাঁদের অভিযোগ, ওয়াকফ প্রতিবাদের সময়েই উন্মত্ত জনতা এলাকার একের পর এক বাড়িতে ঢুকে হামলা চালায়, আগুন ধরিয়ে দেয়। কেউ কেউ লুটপাট ও ভাঙচুরেরও অভিযোগ করেছেন।
এসব দেখে বাড়িতে꧋ থাকার বা বর্তমানে বাড়িতে ফিরে যাওয়ার সাহস পাচ্ছেন না ধুলিয়ানের ঘরছাড়ারা। যদিও প্রশাসনের দাবি, যদ𓂃ি কেউ নিজের বাড়িতে ফিরতে চান, তাহলে প্রশাসনই তার ব্যবস্থা করবে এবং বাসিন্দাদের সবরকম নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু, বাসিন্দারা তাতে ভরসা পাচ্ছেন কি?