ক্যাট পরীক্ষার ফলাফল প্রকাশ করল 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট' (আইআইএম) কলকাতা। রেকর্ড সময়ের মধ্যে এবার ফলাফল ঘোষণা করা হল। আইএমএম কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট iimcat.ac.in-তে গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন আইজি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজের স্কোরকার্ড দেখা যাবে। এমনিতে আইএমএমগুলি ছাড়াও ৮৬টি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও ক্যাটের স্কোরের ভিত্তিতে প্রার্থীদের ভরতি নেয় ম্যানেজমেন্ট কোর্সে। যে তালিকা দেখতে পাবেন অফি✱সিয়াল ওয়েবসাইটে।
আইএমএম কলকাতা কর্তৃপক🌸্ষের তরফে জানানো হয়েছে, এবার মোট ১৪ জন প্রার্থী 'পারফেক্ট' ১০০ পার্সেন্টাইল স্কোর করেছেন। তাঁদের মধ্যে অবশ্য পশ্চিমবঙ্গের কোনও প্রার্থী নেই। মহারাষ্ট্রের পাঁচজন প্রার্থী ‘পারফেক্ট’ ১০০ স্কোর করেছেন। তবে ৯৯.৯৯ পার্সেন্টাইল স্কোর করা প্রার্থীদের মধ্যে দু'জন পশ্চিমবঙ্গের আছেন। সার্বিকভাবে মোট ২৯ প্রার্থী স্কোর করেছেন ৯৯.৯৯ পার্সেন্টাইল।
কোন রাজ্যের কতজন ‘পারফেক্ট’ ১০০ স্কোর করেছেন?
১) মোট ১৪ জনের পার্সেন্টাইল হল ১০০। তাঁদের মধ্যে একজন মহিলা। ১৩ জন হলেন পুরুষ। তাঁদের ইঞ্জিনি🎀য়ারিংয়ে🦹র ১৩ জন প্রার্থী। একজন ইঞ্জিনিয়ার নন।
২) অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, কেরল, ওড়িশা এবং রাজস্থানের একজন করে প্রার্থী ‘পারফেক্ট’ ১০০ স্কোর করেছেন। দিল্লি এবং তেলাঙ্গানার সেরকম প্রার্থীর সংখ্যা হল দুই। ‘𝓰পারফেক্ট’ ১০০ স্কোর করেছেন মহারা🌳ষ্ট্রের পাঁচজন প্রার্থী।
আরও পড়ুন: Job♒ News: শুরু 🐟হল UPSC CDS ২০২৫-র নিয়োগ, কত শূন্যপদ, কীভাবে আবেদন করবেন
কোন রাজ্যের কতজন ৯৯.৯৯ পার্সেন্টাইলে আছেন?
১) মোট ২৯ জন। তাঁদে🙈র মধ্যে দু'জন মহিলা। ২৭ জন পুরুষ। ইঞ্জিনিয়ার ২৫ জন। আর অন্য স্ট্রিমের চারজন প্রার্থী🧔 আছেন।
২) ৯৯.৯৯ পার্সেন্টাইলে আছেন চণ্ডীগড়ের একজন, দিল্লির চারজ🀅ন, গুজরাটের দু'জন, হরিয়ানার একজন, কর্ণাটকের তিনজন, কেরলের একজন, মধ্যপ্রদেশের একজন মহারাষ্ট্রের পাঁচজন, ওড়িশার একজন, পঞ্জাবের একজন, রাজস্থানের তিনজন, তামিলনাড়ুর একজন, তেলাঙ্গানার একজন, উত্তরপ্রদেশের একজন, উত্তরাখণ্ডের একজন এবংꦰ পশ্চিমবঙ্গের দু'জন।
CAT-র টপারদের তালিকা সংক্রান্ত তথ্য
১) এবার ক্যা🌄টের টপার লিস্টে (সর্বোচ্চ তিনটি পার্সেন্টাইল স্কোর)💖 মাত্র চারজন মহিলা আছেন। ৬৯ জন হলেন পুরুষ।
২) ক্যাটের টপারদের তালিকা অনু🐲যায়ী, ৫৯ জন হলেন ইঞ্জিনিয়ারিং প্রার্থ🔴ী। বাকিরা হলেন অন্য বিভাগের।
৩) ক্য𓆉াটের তিন♊ সর্বোচ্চ পার্সেন্টাইল - ১০০, ৯৯.৯৯ এবং ৯৯.৯৮।
আরও পড়ুন: Tech Job Loss: প্রযুক্তি ক্ষেত্রে চলতি বছরে চাকরি হা🤪রিয়েছেন দেড় লাখেরও বেশি কর্মী