অস্ত্রোপচারের পর বল হাতে পুরো দমে নেটে অনুশীলন করতে দেখা গেল কুলদীপ যাদবকে। যা দেখে স্বস্তিতে ভারতের ক্রিকেট প্রেমীরা। তবে কী আসন্ন ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির♛ জন্য অনুশীলন করছেন তিনি? আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ, তারপর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ। টি-২০ সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তাতে নাম নেই কুলদীপের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি বা তার আগে ওডিআই সিরিজে তাঁকে দলে দেখা যেতেই পারে বলে মনে করা হচ্ছে।
অস্ত্রোপচারের পর জাতীয় দলে ফিরতে মরিয়া কুলদীপ। তাই চ্যালেঞ্জটা যে বড় কঠিন সেটা ভালো ভাবেই জানেন তিনি। সেই কারণে দেশের জার্সি গায়ে চাপানোর আগে কোনও খামতি রাখতে চাইছেন এই বাম হাতি চায়নাম্যান বোলার। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামেꦏ সেই অনুশীলনের ভিডিয়ো পোস্ট করেছেন কুলদীপ। সেখানে দেখা যাচ্ছে বল হাতে বেশ কসরত করছেন তিনি। বাঁ হাতি এই স্পিনার অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের পর বাম দিকের কুঁচকির সমস্যার কারণে খেলার বাইরে ছিলেন। এই কারণে তাঁকে সম্প্রতি শেষ হওয়া বর্ডার গাভাসকর ট্রফির দল থেকেও বাদ পড়তে হয়েছিল। চোট গুরুতর হওয়ায় জার্মানিতে অস্ত্রোপচার করান তিনি। কুলদীপ এরপর বেঙ্গালুরুতে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্সে ছিলেন এবং সেখানে নিজের রিহ্যাব প্রক্রিয়া সম্পন্ন করেন।
সম্প্রতি ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন🌱। এরকম পরিস্থিতিতে ভারতের স্পিন অ্যাটাকের জন্য গুরুত্বপূর্ণ কুলদীপ। অপর সিনিয়র ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বয়সও ৩৬ বছর হয়ে গিয়েছে, ফলে তাঁকেও আর কতদিন ভারতের জার্সি গায়ে মাঠে দেখা যাবে সেই বিষয়ে সন্দেহ রয়েছে। অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করেছে, কিন্তু অশ্বিন বা জাদেজাকে ছাড়া স্পিন আক্রমণে নেতৃত্ব দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই ধরনের পরিস্থিতি সব ধরণের ফরম্যাটের ক্ষেত্রে কুলদীপ যাদবের ভূমিকাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে।
দেশের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন কুলদীপ যাদব☂। জাতীয় দলের হয়ে কামব্যাকের সঙ্গে সঙ্গে তাঁর কাছে ৩০০ আন্তর্জাতিক উইকেট নেওয়ার মাইলস্টোন স্পর্শ করার সুযোগ তৈরি হবে। এখনও পর্যন্ত ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচে বল করে ২৯৭ উইকেট নিয়েছেন কুলদীপ, গড় ২২.৫০। তাঁর সেরা বোলিং ফিগার ২৫ রানে ৬ উইকেট। তিনি মোট ৮ বার ৫ উইকেট নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে।