꧃ ভারতীয় ক্রিকেটাররা আধুনিকতার যুগেও নিজেদের সংস্কৃতি ধর্ম ভুলে যাননি। মাঝে মধ্যেই ক্রিকেটারদের দেখা যায় মন্দির-মসজিদে। এই যেমন গত বছর আইপিএল শুরুর আগে কালিঘাটে গিয়ে পুজো দিয়ে এসেছিলেন বরুণ চক্রবর্তীরা। তারপরই আইপিএলে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স, দশ বছরের ট্রফির খরা কেটে যায় ঈশ্বরের আশীর্বাদে।
🐽আরও পড়ুন-SA20র ম্যাচে দুরন্ত ক্যাচ ব্রেভিসের! সাজঘরে ফিরলেন ডুপ্লেসিস! তবু জিতল জোবার্গই
প্রেমানন্দজি মহারাজের আশ্রমে যান বিরাট-
🍬সম্প্রতি বৃন্দাবনের স্বামী প্রেমানন্দজি মহারাজের আশ্রমে সস্ত্রীক যান বিরাট কোহলি। সঙ্গে গেছিলেন ছোট্ট ভামিকা এবং আকায় কোহলিও। সেখানে তাঁরা মহারাজের থেকে কথা শোনেন। এবার ভারতীয় দলের অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিও নিজেকে লিপ্ত করলেন ঈশ্বর সাধনায়। বিরাট কোহলিদের থেকে এক ধাপ এগিয়ে তিনি নিজের ভক্তি প্রকাশ করলেন।
🌞আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
বর্ডার গাভাসকর ট্রফিতে ভালো পারফরমেন্স নীতীশের-
🍎সম্প্রতি বর্ডার গাভাসকর সিরিজের ম্যাচে শতরান করেছিলেন নীতীশ কুমার রেড্ডি। দল হারলেও প্রথম টেস্ট থেকে বারবারই তিনি ভারতীয় ব্যাটিং অর্ডারে নির্ভরতা দিচ্ছিলেন। যে সিরিজে খুব কম ব্যাটারই শতরান পেয়েছে, সেখানে নীতীশ ফলো অন বাঁচানো এক ইনিংস খেলেছিলেন। যদিও সেই টেস্ট দল হেরেছিল। কিন্তু নিজের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরানের দেখা পান এই ক্রিকেটার।
ꦜআরও পড়ুন-ICCর সম্ভাব্য টু টায়ার সিস্টেমে ভারতের পাশে পাকিস্তান! সিরিজ হবে দুই
তিরুপতি বালাজির মন্দিরে নীতীশ-
𒅌অন্ধ্রপ্রদেশ থেকে উঠে আসা এই ক্রিকেটারের গতবছরটা বেশ ভালো গেছে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নজর কাড়ার পর জাতীয় দলের হয়ে টি২০তেও সুযোগ পেয়েছিলেন। এবার তিনি সব সাফল্যের জন্যই ঈশ্বরণকে ধন্যবাদ জানাতে পৌঁছে গেলেন তিরুমালা পর্বতের ওপরে। সেখানে অবস্থিত তিরুপতি বালাজির মন্দিরে হাঁটু ভেঙে সিঁড়ি দিয়ে উঠলেন তিনি।
ဣআরও পড়ুন-২০২২ সালের ঘটনা নিয়ে প্রশ্ন! রেগে সাংবাদিক সম্মেলন ছেড়েই বেরিয়ে গেলেন জকোভিচ
নীতীশ রেড্ডির দেওয়া ভিডিয়ো-
🦩সনাতন ধর্মের সঙ্গে যুক্ত এবং বিশ্বাস করা মানুষজন অনকেই বিভিন্ন ধরণের মানসিক করে থাকেন ঈশ্বরের কাছে। নীতীশেরও এমন কিছু মানসিক ছিল কিনা তা অবশ্য জানা নেই। তবে তিরুপতি বালাজির মন্দিরে তিনি হাঁটু ভেঙে উঠে বুঝিয়ে দিলেন ঈশ্বর সেবায় তিনি কতদূর পর্যন্ত যেতে পারেন। তিরুপতি বালাজির মন্দিরে ওঠার দৃশ্য নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন নীতীশ কুমার রেড্ডি।