রবিবারই সৌরাষ্ট্র দলের অনুশীলনে যোগ দিয়ে নেট সেশন শুরু করে দিলেন রবীন্দ্র জাদেজা। রাজকোটে ২৩ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফিতে তাঁরা মুখোমুখি হবে দিল্লির, সেই ম্যাচে দিল্লির হয়ে খেলবেন ঋ
🍌 ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের জন্যেও রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে নামা বাধ্যতামুলক করে দিয়েছে বিসিসিআই। গতবছর থেকে কড়া হাতেই ঘরোয়া ক্রিকেটে তারকাদের না খেলার বিষয়টি দেখছিল বোর্ড। আর চলতি বছরের শুরুতে তো একেবারে নির্দেশিকা জারি করেই বিসিসিআই জানিয়ে দিয়েছেন ক্রিকেটারদের খেলতেই হবে ঘরোয়া প্রতিযোগিতায়। আর সেই সুবাদেই এবার রঞ্জির ম্যাচেও মুখোমুবি হবেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা।
২৩ জানুয়ারি দিল্লির সামনে সৌরাষ্ট্র
🃏জানুয়ারির ২৩ তারিখ অর্থার বৃহস্পতিবার থেকে শুরু রঞ্জি ট্রফির পরের পর্ব। আর সেখানেই মাঠে নামতে দেখা যাবে টিম ইন্ডিয়ার এক ধাঁক ক্রিকেটারকে। লোকেশ রাহুল এবং বিরাট কোহলির খেলা নিয়ং সংশয় থাকলেও মাঠে নামতে চলেছেন রবীন্দ্র জাদেজারা। এই যেমন দিল্লি বনাম সৌরাষ্ট্র ম্যাচে দুই দলের থাকবেন শোস্টপাররা। একদিকে দিল্লির হয়ে নামবেন ঋষভ পন্ত, অন্যদিকে সৌরাষ্ট্রের হয়ে খেলবেন রবীন্দ্র জাদেজা।
সৌরাষ্ট্রের শিবিরে যোগ জাদেজার-
♐রবিবার দিনই সৌরাষ্ট্রের ক্যাম্পে যোগ দিয়ে দিলেন বাঁহাতি অলরাউন্ডা রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়া সফরটা খুব একটা ভালো যায়নি তাঁর। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও নিজের খেলার উন্নতিতে তিনি ঘরোয়া ক্রিকেটে নামছেন। এমনিতে সাদা বলের ক্রিকেটে পন্ত, জাদেজারা আইপিএলে প্রতি বছরই মুখোমুখি হয়ে থাকেন। কিন্তু বহুবছর পর জাতীয় দলের সতীর্থরাই মুখোমুখি হবেন লালবলের ক্রিকেটে।
নেটে অনুশীলন শুরু জাদেজার-
ওসৌরাষ্ট্র দলের অনুশীলনে যোগ দিয়েই নেট সেশন শুরু করে দেন রবীন্দ্র জাদেজা। রাজকোটে রঞ্জির ম্যাচ শুরু ২৩ জানুয়ারি। যদিও রিপোর্ট অনুসারে এখনও সৌরাষ্ট্র দল জানায়নি তাঁরা জাদেজাকে পাবেন কিনা সেই ম্যাচে। ২০২৩ সালের জানুয়ারি মাসে শেষবার রঞ্জি ট্রফির ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন জাড্ডু, সেই ম্যাচে তিনিই ছিলেন অধিনায়ক।
🥂আরও পড়ুন- রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
𝓰আগেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা মুম্বই দলের সঙ্গে অনুশীলন শুরু করেছিলেন, জানিয়েছেন জম্মু অ্যান্ড কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে তিনি খেলার জন্য প্রস্তুত। সেই ম্যাচে যশস্বী জসওয়ালও খেলতে চলেছেন রোহিতের পাশে। পঞ্জাবের হয়ে খেলতে দেখা যাবে শুভমন গিলকে, যিনি সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি নির্বাচিত হয়েছেন। বিরাট এবং রাহুলের খেলা নিয়ে সংশয় রয়েছে, দুজনেরই চোট রয়েছে। এর মধ্যে রাহুল হরিয়ানার বিপক্ষে ৩০ জানুয়ারির ম্যাচে খেলতে পারেন।