෴ সম্প্রতি সৌরেন্দ্র সৌম্যজিৎ জুটির তরফে ওয়ার্ল্ড মিউজিক ডে ২০২৪ এর একটি ক্লিপ প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে তাঁরা লালন গীতির সঙ্গে মিশিয়ে দিয়েছেন কবীরের দোহা। আর লালন গীতিটি গেয়েছেন শুভা মুদগল। সেটা শুনে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
কী ঘটেছে?
🦂এদিন সৌরেন্দ্র সৌম্যজিৎ জুটির তরফে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে দেখা দেখা যাচ্ছে বিশাল ভরদ্বাজ কবীরের দোহা গাইছেন। অন্যদিকে সেই গানের সঙ্গে শুভা মুদগল গাইলেন লালন গীতি। তাঁর কণ্ঠে স্পষ্ট উচ্চারণে লালনের 'সব লোকে কয় লালন কী জাত সংসারে' গানটি শুনে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। কমেন্ট বক্স ভেসেছে প্রশংসায়।
আরও পড়ুন: ꦆচূড়ান্ত ন্যাকামি! মিশমির জন্য নাকি সাধের চুল বলিদান দিয়ে দেবেন প্রিয়াংশু!
♋এক ব্যক্তি লেখেন, 'শুভা মুদগল জি, উনি প্রতিটি শব্দের উচ্চারণে তাক লাগালেন। পিওর ক্লাস।' আরেকজন লেখেন, 'শুভাজি গোটা বিষয়টাকে প্রার্থনার লেভেলে নিয়ে গেলেন পুরো। শুনে মনে হচ্ছে যেন স্বর্গে বসে আছি। কী সুন্দর।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'একজন অবাঙালি হয়েও কি অসাধারণ বাংলা উচ্চারণ। শুভাজির কন্ঠে লালনের গান শুনে মনে হচ্ছে কুষ্টিয়ার লালনের আখড়ায় বসে গান শুনছি। অসাধারণ!' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এই প্রথমবার বিশাল ভরদ্বাজ ও শুভা মুদগল জি-কে একমঞ্চে একসাথে দেখে খুব ভালো লাগল। এইরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক প্রনাম জানাই দাদা তোমাদের দুজনকেই।' পঞ্চম ব্যক্তি লেখে, 'বিশাল জির পরে যখন একটা কন্ঠ ‘কেউ মালা কেউ তসবি গলে’ বলে উঠল, তখনই মুগ্ধ হলাম। অপূর্ব গায়িকী। শুভা জি আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ। ওঁর কন্ঠে আজ একটা লালন গীতি শুনলাম। বেশ অন্য রকম লাগল, ভালো থাকবেন।' ষষ্ঠ ব্যক্তি লেখেন, 'সকাল সকাল মনটা শান্ত হয়ে গেল, ভদ্রমহিলা পুরো ফাটিয়ে দিয়েছেন।'
আরও পড়ুন: 🅠অনস্ক্রিন চুমু খেতে নারাজ মিমি? তাই কি সৃজিতের নতুন ছবির নায়িকা হচ্ছেন কৌশানি?
আরও পড়ুন: 🍰পুলে কবীরের সঙ্গে জলকেলি কৃতির! চর্চিত প্রেমিকের সঙ্গে কোথায় বর্ষবর্ষণ করলেন নায়িকা?