সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবജে একটিভ থাকেন বাংলা টেলিভিশন তথা বিনোদন জগতের অন্যতম সুপরিচিত অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। কিছুদিন আগেই শাকচুন্নির বেশে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি। মজার সেই ভিডিয়োটি দেখে বেশ খুশি হয়েছিলেন দর্শকরা। তবে অভিনেত্রী এবার যা পোস্ট করলেন তা দেখে বিন্দুমাত্র খুশি হতে পারলেন না কেউ।
নববর্ষের প্রাক্কালে অনেক সেলিব্রিটিকেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করতে। এবার সেই তালিকায় নাম লেখালেন ঊষসী চক্রবর্তী। লাল পাড় সাদা শাড়ি পড়ে কলকাতার রাস্তাঘাটে হেঁটে বেড়ালেন তিনি। কখনও আইসক🦩্রিম খেয়ে কখনও আবার রাস্তায় ক্রিকেট খেললেন তিনি। ঘোড়ার পিঠেও চড়তে দেখা গেলে অভিনেত্রীকে।
আরও পড়ুন: শাহরুখের সিনেমা দেখে কেঁদে ভাসাꦫলেন আমেরিকান, ভিডিয়ো দেখে হেসে খুন 𓂃নেটিজেনরা
আরও পড়ুন: ক্যানসারের চিকিৎসা সেরে ফিরেছেন বাড়💛ি, এখন কেমন আছেন আয়ুষ্মান পত্নী?
অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়ো দেখে বেশ বোꦏঝাই যাচ্ছে নববর্ষের উদ্দেশ্যে এই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। তবে এবার আর নেটিজেনদের মন জয় করা তো হলই না, উল্টে উপহাসের সম্মুখীন হতে হল তাঁকে। অভিনেত্রীর পরনের পোশাক একেবারেই পছন্দ হয়নি কারও, পছন্দ হয়নি সাজ সজ্জাও।
ভিডিয়ো পোস্ট হতেই ঝড়ের গতিতে কমেন্ট বয়ে আসে, নেট দুনিয়ার বꦓাসিন্দাদের তরফ থেকে। একজন লিখেছেন, ‘আপনাকে দেখতে একেবারে ডাকাত লাগছে।’ অন্য একজন লিখেছেন, ‘একটু মার্জিত পোশাক পড়লে ভালো হতো। একটু ভালো ব্লাউজ করলে বোধহয় ভালো লাগতো।’
অন্য এক নেটদুনিয়ার বাসিন্দা কটা😼ক্ষ করে লিখেছেন, ‘এই বুড়ো বয়সে এসে কেন আপনার এইসব করার দরকার পরে জানি না, কিন্তু আপনি যদি ভাবেন আপনাকে দারুন লাগে তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন।’ এখানেই শেষ নয়, কেউ কেউ পাগলী বলে সম্বোধন করেছেন অভিনেত্রীকে কেউ আবার বলেছেন নববর্ষের আমেজটাই না♍কি একদম নষ্ট করে দিয়েছেন ঊষসী।
কমেন্ট বক্সে অভিনেত্রীকে উপদেশ দিতেও দেখা যায় একজনকে। একজন লেখেন, ‘আপনাকে একটুও ভালো লাগছে না। রুচিহীন চিপ রিল বানানো মহিলাদের দলে আপনার মতো শিক্ষিত মহিলাকে দেখতে ভালো লাগ✃ে না। ট্রোল করার জন্য নয়। যেটা অনুভব করলাম সেটাই লিখলাম।'
আরও পড়ুন: 'একমাত্র বোকারাই...', ‘🔥টয়লেট’ কটাক্ষে নাম না 🅰করে জয়াকে বিঁধলেন অক্ষয়?
আরও পড়ুন: মায়ের কোলে বসে দুই বিখ্যাত নায়িকা,🍸 একজন আবার মিস ইন্ডিয়া, চিনতে পারছেন এঁদের?
তবে এর মধ্যেও ভালো কমেন্টও দেখতে পাওয়া গেছে। একজন অভ💎িনেত্রীকে সমর্থন করে লিখেছেন, ‘নববর্ষ শুরু হোক আনন্দের মধ্য দিয়ে, যে যেভাবে চায়, নিজেকে সাজিয়ে তুলুক।’ অন্য একজন লিখেছেন, ‘প্রথম থেকেই তোমার ফ্যান ছিলাম, তবে এখন তোমাকে আরও ভালো লাগে।’